পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ vరివa (খ) সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পর্যায়ক্রমে মনোনীত উন; (ঙ) নিম্নবর্ণিত দুই গ্রুপ হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে দুইজন o বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যথা:- o গ্রুপ ক- ভাষা, মানবিক বিদ্যা, সমাজ বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা প্রশাসন এবং & শিক্ষা; ് গ্রুপ খ- প্রকৃতি বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, কম্পিউটার ও প্রযুক্তি o বিজ্ঞান এবং আইন; & & (5) ཨ་ཁུ་ཨ་ལོs e B་ཨང་ ༠༦༠ ལྟར་ཨ་ཨོཾ་ཨཱཿ ཨཱཤ་ཨ་༢ (ཐབ་ཁང་། ཨ་ཕ་ལྟ་ যাহাদের মধ্যে অন্ততঃ একজন স্নাতক-সম্মান অথবা স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদানকারী কলেজের অধ্যক্ষ এবং একজন মহিলা কলেজের অধ্যক্ষা হইবেন; © o (ছ) সরকার কর্তৃক মনোনীত অনূ্যন সচিবের পদমর্যাদাসম্পন্ন দুইজন সরকারী কর্মকর্তা; o U(জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত দুইজন বিশিষ্ট শিক্ষাবিদ, যাহারা বিশ্ববিদ্যালয়ের বেতনভোগী সদস্য নহেন o (ঝ) সিনেট কর্তৃক মনোনীত একজন বিশিষ্ট পেশাজীবি নাগরিক। No. (২) সিন্ডিকেটের মনোনীত সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে দুই বৎসর মেয়াদে তাহার পদতষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন; (\ তবে আরও শর্ত থাকে যে, কোন ব্যক্তি যদি উীন, অধ্যাপক, অধ্যক্ষ বা যতদিন পর্যন্ত অনুরূপ উীন, অধ্যাপক, অধ্যক্ষ বা সরকারী কর্মকর্তা থাকিবেন ততদিন পর্যন্তই তিনি সিন্ডিকেটের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন। \\ sò ২৪। (১) সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী সংস্থা হইবে এবং আইন সিডিকেটের ক্ষমতা ও বা অর্ডার এর বিধান এবং ভাইস-চ্যান্সেলর ও কর্তৃপক্ষ এর উপর অর্পিত ক্ষমতা দায়িত্ব সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াকলাপ এবং আর্থিক বিষয়াবলীর উপর সাধারণ ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীদের উপর তত্ত্বাবধানের ক্ষমতা রাখিবে।