পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ Vలుల( (২) নির্বাচনী বোর্ডের গঠন এবং অন্যান্য প্রাসংগিক বিষয় সংবিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) নির্বাচনী বোর্ডের সুপারিশের সহিত সিন্ডিকেট একমত না হইলে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য চ্যান্সেলর সমীপে পেশ করা হইবে। NQ ৩৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার অথবা কমিশন মঞ্জুরী, ইত্যাদি o বিশ্ববিদ্যালয়কে প্রতি বৎসর প্রয়োজনীয় অর্থ মঞ্জুরী প্রদান করিবে। & (২) সরকার বা কমিশনের মঞ্জুরী ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎস হইতে ് প্রাপ্ত সম্পদ সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় উহার বার্ষিক বাজেট প্রস্তুত করিবে। <o Q গবাদি বিবাহনসম্পল লঞ্চকপাল" বিশ্ববিদ্যালয় মানিয়া চলিবে। o গুলি জোলিকে লিং ৩৫। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন সিন্ডিকেটের নির্দেশ ও তত্ত্বাবধানে বর্ষিক প্রতিবেদন প্রণীত হইবে এবং পরবর্তী শিক্ষা বর্ষের ৩১শে জানুয়ারী তারিখে বা তৎপূর্বে উহা কমিশনের নিকট পেশ করিতে হইবে। co ৩৬। বিশ্ববিদ্যালয়ের বাকি লিব ও বানান শী ভিকের নির্দেশ বার্ষিক হিসাব অনুসারে প্রস্তুত করিয়া কমিশনের নিকট পেশ করিতে হইবে। o ৩৭। (১) এই আইন, সংবিধি ও বিশ্ববিদ্যালয় রেগুলেশনে বিধৃত শর্তাবলী লুক্তি ও পূরণ না করিলে কোন কলেজ অধিভুক্তি লাভ করিবে না। অধিভুক্তি বাতিল - (২) অধিভুক্তি ও অধিভুক্তি বাতিল সংক্রান্ত সকল বিষয়ে সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের পরামর্শ গ্রহণ করবে। ৮৯)দিলিল কিবা বা লিল পরিদর্শন ও প্রতিবেদন

o (২) এইরূপ পরিদর্শিত কোন কলেজকে বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট সময় সীমার e$ মধ্যে প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দান করিতে পারিবে। (৩) সিন্ডিকেট একাডেমিক কাউন্সিল, স্কুল এবং কেন্দ্রের চাহিদা অনুযায়ী প্রত্যেক কলেজ যে কোন প্রতিবেদন, বিবরণ ও তথ্য সরবরাহ করিবে।

-