পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূল্য সংযোজন কর আইন, よ。ああふ ريانيا (৫) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, মূল্য সংযোজন কর কার্যালয়ের সুপারিন্টেনডেন্ট তাহার এখতিয়ারাধীন এলাকায় কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উৎপাদনস্থল বা সরবরাহস্থল বা সেবা প্রদানস্থল বা ব্যবসায়স্থল পরিদর্শন এবং মজুদ পণ্য, সেবা, উপকরণ ও হিসাব পরীক্ষা করিতে পারিবেন। NQ(৬) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, টাৰ্ণওভার করের আওতায় তালিকাভুক্ত ് বা তালিকাভুক্তিযোগ্য প্রতিষ্ঠান এবং কুটির শিল্পের সুবিধাপ্রাপ্ত বা সুবিধা No দাবীকারী প্রতিষ্ঠানও নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি বলিয়া গণ্য হইবে।] (No. ২৬ক। (১) যুগা-কমিশনার পদমর্যাদার নিয়ে নহেন এমন কোন মূল্য ক্ষমৃতপ্রাপ্ত কর্মকর্তা সংযোজন কর কর্মকর্তা কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য প্রতিষ্ঠানের কোন নির্দিষ্ট :* মেয়াদের কর, কর সংশ্লিষ্ট কার্যক্রম নিরীক্ষার জন্য আদেশ দিতে পরিবেন "কনট্রক্ষক এবং এতদুদ্দেশ্যে আদেশপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মকর্তাগণ এই আইন ও তদধীনে নিয়োগ প্রণীত বিধিসহ বোর্ড কর্তৃক জারীকৃত আদেশ ও নিরীক্ষা ম্যানুয়েলের ভিত্তিতে প্রতিবেদন দাখিল করিবেন। o M(২) উপ-ধারা (১) এর অধীন নিরীক্ষা প্রতিবেদন পাইবার পর নিরীক্ষায় উদঘাটিত রাজস্ব ফাকি ও অনিয়মের বিষয়ে যথাযথ পরীক্ষান্তে, ও নিরীক্ষিত প্রতিষ্ঠানের আইনসঙ্গত কোন আপত্তি থাকিলে উহা বিবেচনাক্রমে, নিরীক্ষার আদেশদানকারী কর্মকর্তা উক্ত ফাকি ও অনিয়ম সম্পর্কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উহা সংশ্লিষ্ট ন্যায় নির্ণয়নকারী কর্মকর্তা বরাবর প্রেরণ করবেন। (৩) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির মজুদ পণ্য পরিদর্শন ও হিসাব পরীক্ষা করিবার জন্য বোর্ড, আদেশ দ্বারা, যুক্তিসঙ্গত পারিশ্রমিক নির্ধারণ ও শর্তাদি স্থিরক্রমে কোন নিরীক্ষক (অডিটর) নিয়োগ করিতে পরিবে; এবং উক্ত নিয়োগপ্রাপ্ত নিরীক্ষক এই ধারার উদ্দেশ্যে একজন মূল্য সংযোজন কর কর্মকর্তা হিসাবে বিবেচিত হইবেন। (৪) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে টাৰ্ণওভার করের আওতায় তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য প্রতিষ্ঠান এবং কুটির শিল্পের সুবিধাপ্রাপ্ত বা সুবিধা দাবীকারী প্রতিষ্ঠানও নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি বলিয়া গণ্য হইবে। Q -

    • ধারা ২৬ক ও ২৬খ পূর্ববর্তী ধারা ২৬ক এর পরিবর্তে অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ৫৩ §, ধারাবলে প্রতিস্থাপিত। ost * “নিরীক্ষার জন্য আদেশ দিতে পরিবেন এবং এতদুদ্দেশ্যে আদেশপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মকর্তাগণ এই আইন ও তদধীনে প্রণীত বিধিসহ বোর্ড কর্তৃক জারীকৃত আদেশ ও নিরীক্ষা ম্যানুয়েলের" শব্দগুলি “নিরীক্ষা (অডিট) করার জন্য আদেশ দিতে পারিবেন এবং এতদুদ্দেশ্যে আদেশপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মকর্তাগণ এই আইন ও তদধীনে প্রণীত বিধিমালাসহ বোর্ড কর্তৃক জারীকৃত আদেশ ও অডিট ম্যানুয়েলের” শব্দগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৩৫ ধারাবলে প্রতিস্থাপিত।
  • উপ-ধারা (২) অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৩৫ ধারাবলে প্রতিস্থাপিত।