পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vඵෆෆ জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (*) স্কুলের ডীন; (গ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের উীন; (ঘ) নিম্নোক্ত দুই গ্রুপ হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্বিবার্ষিক আবর্তনক্রমে তিনজন করিয়া ছয়জন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক, যথা:- NONগ্রুপ ক- ভাষা, মানবিক বিদ্যা, সমাজ বিজ্ঞান, শিক্ষা, বাণিজ্য ও ব্যবসা প্রশাসন; ം് গ্রুপ খ- প্রকৃতি বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, কম্পিউটার ও প্রযুক্তি CŞ বিজ্ঞান এবং আইন; ് (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত অধিভুক্ত কলেজ হইতে দুইজন o কলেজ অধ্যাপক। & ༣ །་ (৩) এই কেন্দ্রের যথাযথ পরিচালনার জন্য সিন্ডিকেট বোর্ড অব এবং আর্থিক ক্ষমতা অর্পণ করিতে পারিবে, যথা:- <o (ক) উীন কর্তৃক প্রণীত কেন্দ্রের বার্ষিক প্রোগ্রাম ও বিবেচনা এবং অনুমোদন বাতিল বা বোর্ডের সুপারিশ অনুযায়ী পরিবর্তনের জন্য উীনের নিকট প্রত্যপণ; (*) কেন্দ্রের যথাযথ সংগঠন ও প্রশাসনের জন্য প্রয়োজনীয় প্রবিধান প্রণয়ন । So o (৪) এই কেন্দ্রের জন্য একটি বোর্ড অব ষ্টাডিজ গঠিত হইবে এবং উহা O(ক) কেন্দ্রের ভীন, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; `പ്പ (*) বিকি জ্ববর্তনক্রমে কেন্দ্রের অন্তর্ভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রত্যেকটি তেলেঙ্তরভিজিত এলাকৰ সহাআপক ~ ༩ (༧) ལྕབ་༢༠ལོ་ § (ঘ) কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের উন; &S (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর পর্যায়ে o শিক্ষা দান করা হয় এইরূপ কলেজসমূহ হইতে প্রত্যেক প্রশাসনিক ost বিভাগের জন্য একজন করিয়া অধ্যক্ষ বা অধ্যাপক; (চ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (ছ) মহাপরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী;