বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ ○br>
(ঙ) পূর্ত মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন প্রকৌশলী।
(২) বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ওয়ার্কস কমিটির সচিব হিসাবে কাজ করিবেন।
(৩) ঠিকাদার বাছাই, চুক্তি সম্পাদন এবং বিশ্ববিদ্যালয়ের পূর্তকর্ম সম্পর্কে
থাকিবে । *
N. ১২। (১) সম্মানসূচক ডিগ্রী প্রদানের কোন প্রস্তাব একাডেমিক কাউন্সিল সাক্ষ কর্তৃক বোর্ডের নিকট প্রেরিত হইবে এবং বোর্ড প্রস্তাবটি অনুমোদন করিলে উহা । ം. চ্যান্সেলরের নিকট তাহার চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হইবে। o
&
(২) বোর্ড, চ্যান্সেলরের অনুমতিক্রমে, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত যে কোন সম্মানসূচক ডিগ্রী প্রত্যাহার করিতে পরিবে । so
o
১৩। (১) বেতনভুক্ত পরিচালক, অধ্যাপক, আঞ্চলিক পরিচালক, সহযোগী বাছাই বোর্ড অধ্যাপক, সহকারী অধ্যাপক ও উপ-পরিচালকগণের নিয়োগের জন্য একটি
(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন।
o
(খ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত তিনজন সদস্য;
-്പ് (*) বাের্ড কর্তৃক মনােনীত বিশ্ববিদ্যালয়ের বাহিরের কমপক্ষে একজন
বিশেষজ্ঞসহ তিনজন বিশেষজ্ঞ।
(২) দফা (১) এর অধীন গঠিত বাছাই বোর্ড, কোন স্কুলের পরিচালক
ব্যতীত, অধ্যাপক, আঞ্চলিক পরিচালক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক
এবং উপ-পরিচালক নিয়োগের ব্যাপারে বোর্ডের নিকট সুপারিশ করিবে, এবং
বোর্ড কর্তৃক সুপারিশ গৃহীত হইলে তদনুসারে নিয়োগ প্রদান করা হইবে; এবং
যদি বোর্ড কর্তৃক সুপারিশ গৃহীত না হয় তবে বিষয়টি চ্যান্সেলরের নিকট প্রেরিত མ་ཤ ཨུག་ཁོག་ལྟའིི་ཟླ་རྩེ་ད་ལྟ་ཨོཕ་༢ F་ཝ་བྷ་ཧ་མ་ཝ་བྷམ་ཤ་
- (৩) বাের্ড, তৎকর্তৃক নির্ধারিত শর্তাবলী সাপেক্ষে, বিশেষভাবে খ্যাত কোন যোগ্য ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা পরিচালকের পদে নিয়োগ দান
-করিতে পারিবে । -്
১৪। (১) বোর্ড, একটি বাছাই বোর্ডের সুপারিশক্রমে, অনুচ্ছেদ ১৪তে অন্যান্য শিক্ষক ও উল্লিখিত শিক্ষক এবং কর্মকর্তাগণ ব্যতীত অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ "
বাছাই বোর্ড করিবে । জন্য
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৩৮২
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
