পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○や2 আভ্যন্তরীণ নৌযান শ্রমিক (নিয়োগ-নিয়ন্ত্রণ) আইন ১৯৯২ (খ) বিভিন্ন শ্রেণীর নৌযান নিয়োগতব্য শ্রমিকের সংখ্যা ও তাহাদের কাজের শ্রেণী বিন্যাস; (গ) শ্রমিকের কাজের সময়, বিশ্রাম, ছুটি এবং অবসরকালীন সুবিধাদি নির্ধারণ; ബ è (ঘ) শ্রমিকের মজুরী নির্ধারণ; èst (ঙ) শ্রমিকের চাকুরীর নিরাপত্তা; o (চ) শ্রমিক ও তাহার পরিবারের চিকিৎসার জন্য মালিক কর্তৃক গৃহীতব্য ব্যবস্থা; - Cം. S (ছ) মালিক কর্তৃক শ্রমিকের পে-রেল ও সার্ভিস রেকর্ড সম্পর্কিত নিয়মাবলী: (জ) শ্রমিকের চাকুরী সংক্রান্ত অন্য যে বিষয়; (ঝ) নৌযানের শৃংখলা; <o (ঞ) নৌযানে মালামাল পরিবহণের সীমা নির্ধারণ। Q or নৌযানের সংখ্যা, ৪। শ্রম পরিচালকের চাহিদা অনুযায়ী প্রত্যেক মালিক তাহার

  • "*" মালিকানাধীন নৌযানের সংখ্যা, উহাদের আকারসহ বিস্তারিত বিবরণ এবং

লালনিয়াজিত কি সব সম্পতি জ্ঞাসাবাহকরবেন। o নৌযান ফি আরোপ, ৫। (১) সরকার প্রত্যেক নৌযানের উপর বাৎসরিক নৌযান ফি আরোপ ইত্যাদি কলি। S(s) উপ-ধারা (১) এর অধীন আরোপণীয় ফি বিধিদ্বারা নির্ধারিত হইবে। ട്ട് (৩) এই ধারার অধীন আরোপিত ফি পরিশোধের জন্য শ্রম পরিচালক SS মালিকের উপর নোটিশ জারী করিবেন এবং নোটিশে উল্লিখিত তারিখের মধ্যে @് উহা পরিশোধ করিতে হইবে। § (৪) উপ-ধারা (৩) এর অধীন জারীকৃত নোটিশে উল্লিখিত তারিখের &S মধ্যে যদি কোন মালিক ফি পরিশোধ না করেন, তাহা হইলে তাহাকে o অপরিশোধিত ফি এর জন্য বিধিদ্বারা নির্ধারিত হারে অতিরিক্ত ফি প্রদান করিতে হইবে। (৫) এই ধারার অধীন যাবতীয় বকেয়া পাবলিক ডিমান্ড (Public demand) হিসাবে আদায় করা হইবে।