8>の চিংড়ি চাষ অভিকর আইন ১৯৯২
তবে শর্ত থাকে যে, কোন প্রজ্ঞাপিত এলাকার প্রস্তাবিত অভিকর অন্য কোন প্রজ্ঞাপিত এলাকার অভিকর হইতে বেশী বা কম হইতে পারে।
(২) প্রজ্ঞাপিত এলাকার কোন জমিতে স্বাৰ্থ আছে এইরূপ কোন ব্যক্তি উপধারা (১) এর অধীন প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার ত্রিশ দিনের মধ্যে সেই জমি NON``ಸ್ತ್ರ
পারিবেন। Qo (৩) উপ-ধারা (২) তে উল্লিখিত সময়সীমার মধ্যে প্রাপ্ত আপত্তি বিবেচনা করিয়া সরকার প্রজ্ঞাপন দ্বারা- o -
(ক) অভিজ্ঞ আপেলে তারকর বিবা
o (খ) যে এলাকা সম্পর্কে উপ-ধারা (১)এর অধীন ঘোষণা দেওয়া হইয়াছে
সেই এলাকায় বা উহার কোন অংশে অভিকর আরোপ করিতে পারিবে ।
অভিকর নির্ধারণ ও ৫। (১) ধারা ৪(৩)(খ) এর অধীন অভিকর আরোপকারী প্রজ্ঞাপন আদায় প্রকাশনার পর, যতশীঘ্র সম্ভব, বিধি দ্বারা নির্ধারিত ব্যক্তি প্রজ্ঞাপিত এলাকার
অন্তর্ভুক্ত হইয়াছে এমন সকল জমির অভিকর নির্ধারণ করবেন।
©
(২) অভিকর প্রদানে জমির মালিকের জ্ঞাতার্থে পানি উন্নয়ন বোর্ড উপ-ধারা (S) এর অধীন নির্ধারিত অভিকর দেখাইয়া প্রকাশ্যে প্রাথমিক নােটিশ জারী করিবে । So
(b) উপ-ধারা (২) এর অধীন জারতব্য নোটিশ পানি উন্নয়ন বোর্ড তৎকর্তৃক স্থিরকৃত প্রজ্ঞাপিত এলাকার বিশিষ্ট স্থানে জারী করিবে এবং উক্ত নোটিশে প্রাথমিকভাবে নির্ধারিত অভিকরের পরিমাণের বিরুদ্ধে লিখিত আপত্তি
s (৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত সময়সীমার মধ্যে প্রাপ্ত আপত্তি বিবেচনার Q পর পানি উন্নয়ন বোর্ড চূড়ান্তভাবে অভিকর নির্ধারণ করিবে এবং যতদিন পর্যন্ত § ধারা ৪(৩) (খ) এর অধীন প্রজ্ঞাপন বলবৎ থাকিবে ততদিন পর্যন্ত উক্তরূপ
- নির্ধারিত অভিকর প্রদেয় থাকিবে।
(৫) উক্তরূপ নির্ধারিত অভিকর পরিশোধের জন্য বিধি দ্বারা নির্ধারিত ব্যক্তি জমির মালিকের উপর নোটিশ জারী করিয়া নোটিশে উল্লিখিত তারিখের মধ্যে অভিকর পরিশোধ করার নির্দেশ দিবেন।
N
-so
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৪১১
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
