পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8(?br অর্থ আইন, ১৯৯৩ তবে শর্ত তাকে যে, স্থানীয়ভাবে তৈয়ারী যন্ত্রপাতি, সরঞ্জামাদি এবং দেশে উৎপাদিত অন্যান্য তৈয়ারী পণ্যসামগ্রী যদি কোন সংস্থার নিকট তাহাদের বৈদেশিক মুদ্রার কোটায় সংগ্রহণ কার্যক্রমের অধীনে বিক্রয় করা হয় তবে তাহাও এই দফায় ব্যবহৃত “রপ্তানী ব্যবসায়” এর সংজ্ঞাভুক্ত হইবে: NONআরও শর্ত থাকে যে, স্থানীয়ভাবে প্রস্তুতকৃত কাঁচামাল এবং অন্যান্য ് উপকরণাদি যদি অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের ভিত্তিতে No রপ্তানীমুখী শিল্পসমূহে সরবরাহ করা হয়, তবে তাহাও এই দফায় CŞ ব্যবহৃত “রপ্তানী ব্যবসায়” এর সংজ্ঞাভুক্ত হইবে। ് (খ) নিম্নবর্ণিত দ্রব্যাদি বা দ্রব্যাদির শ্রেণীসমূহের ক্ষেত্রে (ক) দফায় বর্ণিত <o" বিধান প্রযোজ্য হইবে না, যথা:- ് (১) চা; s - o (S) কাচা পাট: & Q (৩) পাটজাত দ্রব্যাদি; S (৪) কাচা চর্মাদি এবং ওয়েট-ব্ল চামড়া; ത് > (৫) জাতীয় রাজস্ব বোর্ড সময় সময় প্রজ্ঞাপনের মাধ্যমে এই অক্সিৰ্বে পর লক্ষনপ্রবাদ - ** (গ) রপ্তানী ব্যবসায় হইতে উদ্ভূত মুনাফা নিরূপন ও উহার উপর আরোপণযোগ্য কর নির্ধারণ এবং উপ-ধারার বিধানসমূহ প্রণয়ন করতে পারবে। (() Sస్సిరి সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বৎসরে কোন করদাতার, বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ করদাতা ব্যতীত, মোট আয়ের মধ্যে যদি যাত্রীবাহী লঞ্চ হইতে লব্ধ মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে ঐ লঞ্চের মুনাফার উপর আরোপণযোগ্য আয়করের শতকরা ९०ुस्त। (૭) ১৯৯৩ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বৎসরে বাংলাদেশে so মাধ্যমে (official channel) আনয়ন করেন এবং উহা বাংলাদেশে স্থাপিত মালিকানাধীন অর্থ প্রতিষ্ঠান কর্তৃক নিলামে বিক্রীত শিল্প প্রতিষ্ঠান, ষ্টক, শেয়ার, সরকারী বন্ড বা সিকিউরিটি ক্রয়ে বিনিয়োগ করেন, তাহা হইলে তাহার ঐ আয়ের উপর কোন আয়কর প্রদেয় হইবে না।