পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৯.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূল্য সংযোজন কর আই F, SAS @ ৬২। এই আইন বা কোন বিধির অধীনে সরল বিশ্বাসে কৃত কোন কার্যের সরল বিশ্বাসে কৃত ফলে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকিলে তজ্জন্য সরকার বা উহার "প" " কোন কর্মকর্তার বিরুদ্ধে কোন দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন আইনগত কার্যধারা দায়ের বা রুজু করা যাইবে না। ৬৩। এই আইনের অধীন নিবন্ধিত মৃত ব্যক্তির করদায়িতা তাহার মৃত ব্যক্তির সম্পত্তি இ. উত্তরাধিকারীগণ কর্তৃক তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির aš উপর অগ্রগণ্য দায় বলিয়া বিবেচিত হইবে। N. ৬৪। (১) যদি কোন নিবন্ধিত ব্যক্তি দেউলিয়া ঘোষিত হন তাহা হইলে এই দেউলিয়া ব্যক্তির আইনের অধীন তাহার করদায়িতা দেউলিয়াত্বের অধীন সম্পত্তির উপর বর্তাইবে, "c. যদি উক্ত সম্পত্তি সম্পর্কিত ব্যবসায় অব্যাহত থাকে। & & (২) যদি কদায়িত কোন সম্পত্তি দেউলিয়াড়ের অধীনে যাওয়ার পর উক্ত সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় পরিচালনাকালে উদ্ভূত হয় তাহা হইলে প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, উক্ত সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় পরিচালনা বাবদ চলতি খরচ বলিয়া গণ্য হইবে এবং উব জনালপত্তনাদরদীটািনাের পূর্বপরিলকিতে হবে। ৬৫। এই আইনের বিবানাবলী কার্যকর করার ক্ষেত্রে কোন অসুবিধ দেখা অসুবিধা দূরীকরণ দিলে সরকার উক্ত অসুবিধা দূরীকরণার্থ, আদেশ দ্বারা, প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। ് - O ৬৬। বোর্ড যেরূপ শর্ত, সীমা বা বিধিনিষেধ আরোপকরণ উপযুক্ত বিবেচনা মুকু সংযোজন কর সাধারণ ক্ষেত্রসমূহে বা বিশেষ আদেশ দ্বারা কোন বিশেষ ক্ষেত্রে Customs এবং কতিপয় পণ্যের Act এর Section 21 এর বিধান মোতাবেক মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক পরিশোধ ব্যতিরেকে কতিপয় পণ্য খালাস প্রত্যপলের ক্ষমতা করার অথবা কতিপয় পণ্যের উপর প্রদত্ত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক প্রত্যপণের ক্ষমতা প্রদান করিতে পরিবে। --~ ᏬᏄ ! (১) অসাবধানতাবশতঃ, ভুলবশতঃ বা ভুল ব্যাখ্যার কারণে বা অন্য ফেরৎ প্রদান কোন কারণে পরিশোধিত বা অধিক পরিশোধিত বলিয়া দাবীকৃত মূল্য সংযোজন "" কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বা টাৰ্ণওভার কর

ििवधावा निबिउ পদ্ধতিতে ফেরৎ প্রদান (refund) করা যাইবে:

  • উপ-ধারা (১) অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।
  • “ফেরৎ প্রদান (Refund)” শব্দগুলি ও কমাগুলি “প্রত্যপণ দাবীর সময়সীমা” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ১৯৯৭

(১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।