পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৬ কোম্পানী আইন, ১৯৯৪ (৪) কোন কোম্পানী, সমিতি বা অংশীদারী কারবার এই ধারার বিধান লংঘন করিয়া ব্যবসা পরিচালনা করিলে, উহার প্রত্যেক সদস্য উক্ত ব্যবসা হইতে উদ্ভূত দায়-দেনার জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকিবেন। (৫) এই ধারার বিধান অমান্য করিয়া গঠিত কোন কোম্পানী, সমিতি বা NQঅংশীদার কারবারের প্রত্যেক সদস্য অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় ২০০ হইবেন। "o > |* ৫। পাবলিক কোম্পানী গঠনের ড়েগত্রে সাত বা ততোধিক ব্যক্তি এবং পদ্ধতি প্রাইভেট কোম্পানী গঠনের ড়েগত্রে দুই বা ততোধিক ব্যক্তি, আইনানুগ যে কোন উদ্দেশ্যে, নিগমিত কোম্পানী গঠন করিতে পারিবে, এবং উহা করিতে চাহিলে, তাহারা তাহাদের নাম সংঘস্মারকে স্বাড়গর করিয়া (subscribe) এবং নিবন্ধিকরণ সংক্রান্তা এই আইনের বিধান মোতাবেক অন্যান্য ব্যবস্থা গ্রহণ করিয়া সীমিতদায়সহ বা সীমিতদায় ব্যতিরেকে নিম্নরূপ যে কোন কোম্পানী গঠন করিতে পারিবেন, যথা:- §o (ক) শেয়ার দ্বর সীমতটীয় কোম্পনী, অর্থাৎ এমন কোম্পানী যাহার সংঘস্মারক দ্বারা কোম্পানীর সদস্যগণের দায় এর পরিমাণ তাহাদের নিজ মালিকানাধীন শেয়ারের অপরিশোধিত অংশ, যদি থাকে, পর্যন্ত সীমিত রাখা হয়; অথবা (*!) গ্যারটি দ্বারা সীমিতদায় কোম্পানী, অর্থাৎ এমন কোম্পানী যাহার সালের দায় এর পরিমাণ কোম্পানীর সংঘৰ্ম্মারক দ্বারা এইরূপে ു് সীমিত রাখা হয় যে, উক্ত কোম্পানী অবলুপ্তির ড়েগত্রে তাহারা প্রত্যেকে & উহার পরিসম্পদে (asset) একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত অর্থ প্রদানে so প্রতিশ্রুতিবদ্ধ থাকেন; অথবা QS - (গ) অসীমিতদায় কোম্পানী, অর্থাৎ এমন কোম্পানী যাহার সদস্যগণের দায় o এর কোন নির্দিষ্ট সীমারেখা থাকে না। സ শেয়ার দ্বারা - ৬। শেয়ার দ্বারা সীমিতদায় কোম্পানীর ড়েগত্রে o -> (ক) সংঘস্মারকে নিম্নবর্ণিত বিষয়গুলি বিধৃত থাকিবে, যথা: eço (অ) কোম্পানীর নাম, যাহার শেষে “সীমিতদায়” বা “লিমিটেড” শব্দটি লিখিত থাকিবে; (আ) নিবন্ধিকৃত কার্যালয়ের ঠিকানাঃ