পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ YGᏑᎩ (৩) এই ধারার বিধান কোন অধীনস্থ কোম্পানীকে উহার নিয়ন্ত্রণকারী কোম্পানীর সদস্য থাকিতে নিবৃত্ত করিবে না, যদি তাহা এই আইন প্রবর্তনের সময় বা অধীনস্থ কোম্পানী হওয়ার পূর্বে উক্ত নিয়ন্ত্রণকারী কোম্পানীর সদস্য থাকিয়া থাকে; কিন্তু উপ-ধারা (২) তে বর্ণিত ড়েগত্রসমূহ ব্যতীত অন্য কোন ব্যাপারে উক্ত অধীনস্থ কোম্পানী উহার নিয়ন্ত্রণকারী কোম্পানীর সভায় বা উহার সদস্যগণের কোন শ্রেণী বিশেষের সভায় মোট প্রদানের অধিকারী থাকিবে না । & (৪) উপ-ধারা (২) এর বিধান সাপেড়েগ, কোন নিগমিত সংস্থা একটি ് অধীনস্থ কোম্পানী হইলে, উহার মনোনীত ব্যক্তির ব্যাপারে উপ-ধারা (১) এবং . ം് (৩) প্রযোজ্য হইবে, যেন উপ-ধারা (১) এবং (৩) এ যথাক্রমে যে নিগমিত ് সংস্থা এবং অধীনস্থ কোম্পানীর উলেল্লখ রহিয়াছে উহাতে উহার মনোনীত ১১ ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করা হইয়াছে। o o (৫) গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী বা অসীমিতদায় কোম্পানীর ব্যাপারে, এই ধারায় শেয়ারের উলেস্নখে, শেয়ার মূলধন থাকুক বা না থাকুক, কোম্পানীর সদস্য হিসাবে তাহাদের স্বার্থ, তাহা যেরূপেই থাকুক না কেন, অন্তর্ভুক্ত রহিয়াছে বুঝাইবে। OoOo ৩৪। (১) প্রত্যেক কোম্পানী এক বা একাধিক বহিতে উহার সদস্যগণের সদস্য-বহি লিপি - (Register of নামের একটি তালিকা রাখিবে, যাহাতে ফুলিঙ্গ থাকিবে:- នុ៎ះ o (ক) সদস্যগণের নাম ও ঠিকানা, এবং কোন পেশা থাকিলে উক্ত পেশা; (খ) কোম্পানীর শেয়ার মূলধন থাকিলে, প্রত্যেক সদস্যের মালিকাধীন শেয়ারের সংখ্য, এই শেয়ারের পরিচিতি জ্ঞাপক সংখ্যা এবং প্রত্যেক সদস্য কর্তৃক পরিশোধিত বা পরিশোধিতরূপে গণ্য হওয়ার জন্য সম্মত শেয়ারের মূল্য হিসাবে দেওয়া অর্থের পরিমাণ () দলিল কে বালি নাম ন তলি অতি প্ৰ ২হইয়াছে সেই তারিখ; o যে তারিখ হইতে কোন ব্যক্তি আর সদস্য নহেন সেই তারিখ । §. རི་(S) fi ཨn ཨ་ཨང་གི་ཨ་ཝཾ ཕrnaf་ཤཁ་ཤར་ལ་ཨ་ཝར་ཤ, ཨ་ཕ། ཨ་མ་ཤ། ཕྱི་ཝ་ SR কোম্পানী অনুরূপ লংঘন যতদিন পর্যন্ত চলিতে থাকিবে ততদিনের প্রতিদিনের CŞ জন্য, অনধিক একশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে; এবং উক্ত কোম্পানীর প্রত্যেক কর্মকর্তা, যিনি জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে উক্ত লংঘন অনুমোদন করেন বা উহা চলিতে দেন তিনিও, এইকরুপ অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।