পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YGᏑᏬ কোম্পানী আইন, ১৯৯৪ (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্যপূরণকল্পে, হস্তান্তার দলিলে হস্তান্তারগ্রহীতার যে ঠিকানা থাকে সেই ঠিকানায় কোন নোটিশ আগাম পরিশোধিত ডাকে হস্তান্তারগ্রহীতার উদ্দেশ্যে প্রেরিত হইয়া থাকিলে, তাহা হস্তান্তারগ্রহীতাকে যথাযথভাবে প্রদান করা হইয়াছে এবং তাহা ডাক বিভাগের সাধারণ নিয়ম অনুযায়ী বিলি করা হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৩) সঠিক হস্তান্তর-দলিলে উপযুক্ত ষ্ট্যাম্প লাগাইয়া এবং উক্ত দলিলে ് হস্তান্তারকারী ও হস্তান্তারগ্রহীতা উভয়েই সম্পাদন করিয়া এবং সংশিল্পষ্ট co শেয়ার বা ডিবেঞ্চার সার্টিফিকেটসহ হস্তান্তর-দলিলটি কোম্পানীর নিকট ് উপস্থাপন না করা হইলে, কোম্পানীর পড়েগ শেয়ার বা ডিবেঞ্চারের হস্তান্তর - & তবে শর্ত থাকে যে, যদি কোম্পানীর পরিচালকগণের সন্তষ্টি মতে প্রমাণিত - হয় যে, হস্তান্তারকারী এবং হস্তান্তারগ্রহীতা কর্তৃক স্বাড়গরিত করিলে এবং হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ষ্ট্যাম্পসহ হস্তান্তারগ্রহীতা দায়মুক্তি (indemnity) সংক্রান্ত যথাযথ শর্তাবলী ১ সাপেড়েগ, উক্ত হস্তান্তার নিবন্ধিকৃত করা যাইবে। So (৪) যদি কোন কোম্পানী কোন শেয়ার বা ডিবেঞ্চারের হস্তান্তর নিবন্ধিকৃত করিতে অস্বীকার করে, তবে যে তারিখে কোম্পানীর নিকট উক্ত মধ্যে উক্ত কোম্পানী হস্তান্তারগ্রহীতা এবং হস্তান্তারকারীকে উক্ত অস্বীকৃতির নোটিশ প্রেরণ করবে।-- (৫) এই ধারার উপধারা (৪) এর বিধান পালনে ব্যর্থ হইলে, উক্ত কোম্পানী, উক্ত ব্যর্থতা যতদিন পর্যন্ত অব্যাহত থাকিবে ততদিনের প্রত্যেক দিনের জন্য, অনধিক একশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে; এবং উহার প্রত্যেক পরিচালক, ম্যানেজার, সচিব বা অন্য কোন কর্মকর্তা, যিনি জ্ঞাতসারে উক্ত ব্যর্থতার জন্য দায়ী তিনিও একই দণ্ডে দণ্ডনীয় হইবেন। o' N(e) ef:T: fET: RT (by operation of law) GT Tf: কোম্পানীর কোন শেয়ার বা ডিবেঞ্চার ধরনের অধিকার অর্জন করিয়াছেন, সেই S২ ব্যক্তির নাম উক্ত শেয়ার বা ডিবেঞ্চারের ধারক হিসাবে নিবন্ধন করার ব্যাপারে CŞ উপ-ধারা (৩) এর কোন কিছুই কোম্পানীর ডুগমতা ড্রান্ন করিবে না। (৭) এই ধারার কোন কিছুই সংঘবিধি মেতাবেক কোম্পানীর শেয়ার হস্তান্তার নিবন্ধন করিতে অস্বীকৃতি জ্ঞাপন করার ব্যাপারে কোম্পানীর ড়