পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেয়ার-মূলধন বা সদস্য সংখ্যা বৃদ্ধির নোটিশ প্রাপ্ত প্রিমিয়ামের - - SᏬ8 কোম্পানী আইন, ১৯৯৪ ৫৬। (১) শেয়ার-মূলধন বিশিষ্ট কোন কোম্পানী, শেয়ারকে ষ্টকে রূপান্তরিত করিয়া থাকুক বা না থাকুক, উহার শেয়ার-মূলধনকে নিবন্ধিকৃত কোম্পানী উহার সদস্য-সংখ্যা নিবন্ধিকৃত সংখ্যার উপরে বৃদ্ধি করিয়া থাকিলে, গ্রহণের পনের দিনের মধ্যে, এবং সদস্য-সংখ্যা বৃদ্ধির ড়েঙ্গত্রে, যে তারিখে ১০ সদস্য-সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছিল বা বাস্তাবে সদস্য-সংখ্যা রেজিষ্ট্রারের নিকট দাখিল করিবে এবং রেজিষ্ট্রর এইরূপ বৃদ্ধির বিষয় লিপিবদ্ধ করিয়া রাখিবেন । ക് N (২) উপ-ধারা (১) এর অধীন নোটিশে ডুগতিগ্রস্ততা (affected) শ্রেণীর শেয়ারের বিবরণাদি এবং যে শর্তাধীনে, যদি থাকে, নূতন শেয়ারসমূহ ইসু্য করা হইবে সেই শর্তসমূহ উলেস্নখ করিতে হইবে। & o (৩) কোন কোম্পানী এই ধারার বিধান পালনে ব্যর্থ হইলে, উক্ত ব্যর্থতা দুইশত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে; এবং কোম্পানীর প্রত্যেক কর্মকর্তা, যিনি জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে উক্ত ত্রমটি অনুমোদন করেন বা উহা অব্যাহত রাখেন বা রাখিতে দেন তিনিও, একইরূপ দণ্ডে দণ্ডনীয় হইবেন। ৫৭। (১) নগদে হউক বা অন্যভাবে হউক, কোন কোম্পানী প্রিমিয়ামে স্থানান্তরিত করিবে; এবং কোম্পানী শেয়ার-মূলধন হাস সংক্রান্ত এই আইনের বিধানাবলী, এই ধারার বিধান সাপেড়েগ, এইরূপ প্রযোজ্য হইবে যেন হিসাব। (২) কোম্পানী উহার শেয়ার-প্রিমিয়াম হিসাবের অর্থ নিম্নবর্ণিত উদ্দেশ্যে ব্যবহার করিতে পরিবে, যথা: (ক) কোম্পানীর যে সকল আইসুকৃত শেয়ার কোম্পানীর সদস্যগণকে পূর্ণপরিশোধিত বোনাস শেয়ার হিসাবে ইসু্য করা হইবে সেই সকল শেয়ারের মূল্য পরিশোধ করা: (খ) কোম্পানীর প্রারম্ভিক ব্যয়সমূহ অবলোপন (writing off) করা: (গ) কোম্পানীর যে কোন শেয়ার বা ডিবেঞ্চার ইসু'র উপরকৃত ব্যয়, প্রদত্ত কমিশন বা মঞ্জুরীকৃত বাটা অবলোপন করা: