পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e$ S Ꮔ8 কোম্পানী আইন, ১৯৯৪ পুনঃনিবন্ধনের পর ৭৩। (১) শেয়ার-মূলধন বিশিষ্ট কোন অসীমিতদায় কোম্পানী এই ੰਗਣ আইনানুসারে সীমিতদায় কোম্পানী হিসাবে নিবন্ধনের সিদ্ধান্ত গ্রহণ করিয়া (Reserve) Co- নিমের যে কোন একটি বা উভয়বিধ পদড়েগপ গ্রহণ করিতে পারিবে, যথা: মূলধনের ব্যবস্থা করার ডুগমতা (ক) প্রতিটি শেয়ারের নামিক মূল্য (nominal value) বর্ধিত করিয়া কোম্পানী উহার শেয়ার-মূলধনের নামিক পরিমাণ (nominal è amoun) বৃদ্ধি করতে পারবে, তবে যে পরিমাণ মুলধন বৃদ্ধ করা হয় ত্ৰ ಸ್ಧಳ ಗೌಡಡ್ಸ್ কোন ড়োত্রে বা উদ্দেশ্যে তলব করা যাইবে না; -* Q (খ) কোম্পানী এইরূপ বিধান করিতে পারবে যে, কোম্পানীর অবলুপ্তি ব্যতিরেকে অন্য কোন ড়োত্রে বা উদ্দেশ্যে উহার অতলবকৃত শেয়ারমূলধনের কোন নির্দিষ্ট অংশ তলব করা যাইবে না। C (২) উপ-ধারা (১) অনুসারে বর্ধিত বা নির্দিষ্টকৃত শেয়ার-মূলধনের অংশ সংরঙ্গিত শেয়ার-মূলধন বলিয়া অভিহিত হইবে। so o o সতিদায় কোম্পানীর ৭৪। কোন সীমিতদায় কোম্পানী বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে এইরূপ সুপ্তি শোক বিধান করিতে পারবে যে, উহার শেয়ার-মূলধনের একটি নির্দিষ্ট অংশ, যাহা ইতিপূর্বে তলব করা হয় নাই, কোম্পানীর অবলুপ্তি ব্যতিরেকে অন্য কোন ড়োত্রে বা উদ্দেশ্যে তলবযোগ্য হইবে না; এবং অতঃপর কোম্পানীর অবলুপ্তি ব্যতিরেকে অন্য কোন ড়েগত্রে বা উদ্দেশ্যে শেয়ার-মূলধনের উক্ত অংশ তলবযোগ্য হইবে না, এবং শেয়ার-মূলধনের উক্ত অংশ সংরড়িগত শেয়ার-মূলধন নামে অভিহিত হইবে। so ു് & পরিচালকগণের অসীমিতদায় .তদায় বে kS eBB BB BB BB DDBBBS পরিচালক ত্ৰিপরিচালকগণের বা তাহদের মধ্যে যে কোন সংখ্যক পরিচালকের দায় অসীমিত ~ ২ হইতে পারে। o (২) কোন সীমিতদায় কোম্পানীতে কোন পরিচালকের দায় অসীমিত o থাকিলে, উক্ত কোম্পানীর অন্যান্য পরিচালকগণের কেহ যদি থাকেন, বা কোন o সদস্য যদি কোন ব্যক্তিকে অসীমিতদায়সম্পন্ন পরিচালকের পদে নির্বাচন বা নিয়োগের জন্য প্রস্তাব করেন, তবে তিনি উক্ত প্রস্তাবের সহিত একটি বিবৃতি সংযোজিত করিয়া দিবেন যে, উক্ত ব্যক্তির দায় অসীমিত হইবে; এবং উক্ত ব্যক্তি উক্ত পদের ভার গ্রহণের বা উক্ত পদে কার্য করার পূর্বে কোম্পানীর উদ্যোক্তাগণ বা কর্মকর্তাগণ অথবা তাহাদের মধ্যে যে কোন একজন উক্ত ব্যক্তিকে লিখিত নোটিশ দিয়া জানাইয়া দিবেন যে, তাহার দায় অসীমিত।