পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎩᏄᏬ কোম্পানী আইন, ১৯৯৪ সীমিতদায় কোম্পানীর ৭৮। প্রত্যেক সীমিতদায় কোম্পানীনাম প্রকাশ (ক) উহার প্রত্যেক কার্যালয়ের সম্মুখস্থ কোন প্রকাশ্য স্থানে এবং উহার কার্যাবলী পরিচালনা করা হয় এইরূপ প্রতিটি অবস্থানের সম্মুখস্থ কোন প্রকাশ্য স্থানে সহজে দৃশ্যমান অবস্থায় এবং সহজপাঠ্য বাংলা বা - ইংরেজী অড়ারে কোম্পানীর নাম এবং নিবন্ধিকৃত কার্যালয়ের ঠিকানা o রং দ্বারা অংকিত করিয়া বা ফলকে লিখিয়া দিবে এবং উক্তরূপে উহার ২৩ নাম অংকিত অথবা নামের ফলক লাগাইয়া রাখিবে; so CŞ (*) জনসমালোভদে দারা, (গ) সকল বিল শিরোনামে, চিঠির কাগজে, নোটিশে, বিজ্ঞাপনে ও কোম্পানীর অন্যান্য দাপ্তরিক প্রকাশনীতে এবং সকল বিনিময় বিলে (Bill of exchange), so of Ross GT3, পৃষ্ঠাংকনে (Endorsement), CECE, CFR CHEF»iT কর্তৃক বা কোম্পানীর পড়েগ স্বাড়ারিতব্য অর্থ বা পণ্য প্রদান আদেশে, এবং সকল পার্সেল-বিলে কোম্পানীর ইনভয়েসে, প্রাপ্তি রশিদ ও লেটার অব ক্রেডিটে কোম্পানীর নাম ও নিবন্ধিকৃত কার্যালয়ের ঠিকানা সহজপাঠ্যভাবে বাংলা বা ইংরেজী অড়গরে উলেস্নখিত রাখিবে। o নাম প্রকাশ না করার ৭৯। (১) কোন সীমিতদায় কোম্পানী ধারা ৭৮(ক) এর বিধান পালনে ব্যর্থ দণ্ড হইলে, যতদিন উক্ত ব্যর্থতা অব্যাহত থাকে, ততদিনের প্রত্যেক দিনের জন্য, উহা অনধিক পাঁচ শত টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে: এবং কোম্পানীর প্রত্যেক কর্মকর্তা, যিনি জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে উক্ত ত্রমটি অনুমোদন করেন বা অব্যাহত থাকিতে দেন তিনিও, একইরূপে অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে। (২) যদি কোন সীমিতদায় কোম্পানীর কোন কর্মকর্তা বা উহার পড়েগ কোন ব্যক্তিso (ক) কোম্পানীর সীলমোহর বলিয়া বিবেচিত হয় এইরূপ কোন সীলমোহর -o- ব্যবহার করেন বা ব্যবহারের জন্য ডুগমতা প্রদান করেন যাহাতে উহার S নাম, ধারা ৭৮(খ) অনুসারে খোদাইকৃত নহে; কিংবা Q - (খ) এমন কোন বিল, শিরোনাম, চিঠির কাগজ, নোটিশ, বিজ্ঞাপন বা o কোম্পানীর অন্য কোন দাপ্তরিক প্রকাশনা ড়েত্রিমত ব্যবহার বা ইসু বা o প্রকাশ করেন বা তাহা করার জন্য ড়মতা প্রদান করেন, অথবা যদি so এমন কোন বিনিময়-বিল, হুন্ডি, প্রমিসরি নোট, পৃষ্ঠাংকন, চেক কিংবা So অর্থ বা পণ্য প্রদান আদেশে স্বাড়ার করেন বা উক্ত কোম্পানীর পড়ো স্বাড়ার করার জন্য ড়মিতা প্রদান করেন, কিংবা যদি এমন কোন পার্সেল-বিল, ইনভয়েস, প্রাপ্তি-রশিদ বা কোম্পানীর লেটার অব ক্রেডিট ইসু করেন বা ইসু করার ডুগমতা প্রদান করেন, যাহাতে ধারা ৭৮(গ) অনুসারে কোম্পানীর নাম ও নিবন্ধিকৃত কার্যালয়ের ঠিকানার