পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>brbr কোম্পানী আইন, ১৯৯৪ (৪) যদি কোন কোম্পানী উহার কোন বিশেষ বা অসাধারণ সিদ্ধান্তোর অনুলিপি রেজিষ্ট্রারের নিকট উপ-ধারা (১) অনুসারে দাখিল করিতে ব্যর্থ হয়, তাহা হইলে উক্ত ব্যর্থতা চলাকালীন সময়ের প্রতিদিনের জন্য ঐ কোম্পানী অনধিক একশত টাকা করিয়া অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে। (৫) যদি কোন কোম্পানী উপ-ধারা (২) বা (৩) ణ్డు হয়, তাহা হইলে যে কয়টি অনুলিপির ড়েগত্রে এইরূপ ব্যর্থতা ঘটিয়াছে সেই কয়টির প্রত্যেকটি অনুলিপির জন্য উক্ত কোম্পানী অনধিক পঞ্চাশ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে। ് (৬) কোম্পানীর প্রত্যেক কর্মকর্তা, যিনি জ্ঞাতসারে এবং ইচ্ছাকৃতভাবে এই ধারার বিধানাবলীর লংঘন অনুমোদন করেন বা উহা চলিতে দেন তিনি, এই ধারার সংশিল্পষ্ট বিধান অনুযায়ী কোম্পানীর উপর যে দণ্ড আরোপ করা যায় সেই একই দণ্ডে দণ্ডনীয় হইবেন। o --> সাধারণ সভা এবং ৮৯। (১) প্রত্যেক কোম্পানী উহার সাধারণ সভা এবং পরিচালক-সভার t: কার্যধারার সংড়িাপ্ত কার্যবিবরণী এতদুদ্দেশ্যে রঙ্গিত বহিতে লিপিবদ্ধ করিয়া কার্যবিবরণী রাখিবে। ost> (২) যদি কোন সভার কার্যবিবরণী উক্ত সভার সভাপতি অথবা অব্যাবহিত (৩) বিপরীত প্রমাণিত না হইলে o () কোম্পানীর কোন সাধারণ সভা বা পরিচালক-সভার কার্যবিবরণী প্রণীত Q. হইলে, সেই সভা যথারীতি আহুত এবং অনুষ্ঠিত হইয়াছে বলিয়া গণ্য ട്ട് হইবে; এবং SS (খ) উক্ত সভার সকল কার্যধারা কার্যবিবরণীতে উলেস্নখিত প্রকারে অনুষ্ঠিত s বলিয়া এবং সভায় কোন পরিচালক বা লিকুইডেটর নিযুক্ত হইয়া Q থাকিলে ঐ সকল নিয়োগ বৈধ বলিয়া গণ্য হইবে। o (৪) কোম্পানীর সকল সাধারণ সভার কার্যবিবরণী সম্বলিত বহিসমূহ উহার so নিবন্ধিকৃত কার্যালয়ে রাখিতে হইবে এবং কোম্পানীর সংঘবিধি অথবা সাধারণ So সভা কর্তৃক আরোপিত যুক্তিসংগত বাধা-নিষেধ সাপেড়েগ, বিনা খরচে যে কোন সদস্য পরিদর্শনের জন্য ঐসব বহি এইরূপে উন্মুক্ত রাখিতে হইবে যাহাতে কোম্পানীর কার্যাদি চলাকালীন সময়ে প্রতিদিন কমপড়েগ দুই ঘন্টা উহা পরিদর্শনের সুযোগ দেওয়া যায়।