পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ost কোম্পানী আইন, ১৯৯৪ >brあ (৫) সভার তারিখ হইতে চৌদ্দ দিন পর যে কোন সদস্য যে কোন সময় উপ-ধারা (৪) এ উলিস্নখিত যে কোন কার্যবিবরণীর অনুলিপি পাইবার জন্য কোম্পানীকে অনুরোধ জানাইলে এবং প্রতি একশত শব্দের জন্য দশ টাকা হিসাবে খরচ দিলে কোম্পানী উক্ত সদস্যকে, তাহাদের অনুরোধ জ্ঞাপন এবং খরচ প্রদানের সাত দিনের মধ্যে, ঐ অনুলিপি প্রদান করিবে। (৬) উপ-ধারা (৪) অনুযায়ী কোন পরিদর্শন করিতে দিতে অস্বীকার করিলে কিংবা উপ-ধারা (৫) অনুযায়ী কোন অনুলিপি উক্ত উপ-ধারায় নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ না করিলে, কোম্পানী প্রত্যেক অপরাধের জন্য অনধিক একশত টাকা করিয়া অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে; এবং উক্ত বরখেলাপ অব্যাহত থাকিলে দণ্ডনীয় হইবে: तिरकालनेत्र धडॉक कर्मैकड, नेि छडनात्र डै ইচ্ছাকৃতভাবে উক্ত বরখেলাপ করেন বা উহা অনুমোদন করেন বা উহা অব্যাহত । রাখেন বা রাখিতে দেন তিনিও, একইরূপ দণ্ডে দণ্ডনীয় হইবেন। &o (৭) উপ-ধারা (৪) ও (৫) এ উলিল্লখিত কোন অস্বীকৃতি বা বরখেলাপের ড়ে গত্রে রেজিষ্ট্রর আদেশ দ্বারা সাধারণ সভার কার্যবিবরণী সংক্রান্ত বহিসমূহ অবিলম্বে পরিদর্শন করিতে দেওয়ার জন্য কোম্পানীকে বাধ্য করিতে পারিবে অথবা যে ব্যক্তির উক্ত অনুলিপির আবশ্যক তাহার নিকট উহা প্রেরণের জন্য নির্দেশ দিতে ുപ്പ് পারিবে । qŞ` ৯০। (১) প্রত্যেক পাবলিক কোম্পানীতে, এবং কোন প্রাইভেট কোম্পানী পাবলিক কোম্পানীর অধীনস্থ কোম্পানী হইলে এইরূপ প্রত্যেক প্রাইভেট ཨ་ཨ་ཀི་ལྷ, ཨ་ཨཱ་ཨ་[ཝ་འཁྱུད། ཞོ་ཁ་ཕ་ཁོང་ཨ་མ་མ་། (২) উপ-ধারা (১) এ উলিস্নখিত প্রাইভেট কোম্পানী ব্যতীত অন্যান্য ཝ་༡༡ཁ་ཕཙོ་ར་མ་ཎའམ་ཨང་ཀི་བྷ་ཡཱ་ཀཱ་ཀ ༧ཙོང་བ། ༡༦iaཁ་ཕ་བ་བྷ་མ་ཤ ། N (b) क्षेतगमाल প্রাকৃতিক ব্যক্তিস্বত্তা বিশিষ্ট একজন ব্যক্তি (natural ")পরিচালকল্পিত হতে পালে। so (১) কোম্পানীর সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন (ক) যতদিন পর্যন্ত প্রথম পরিচালকগণ নিযুক্ত না হইবেন ততদিন পর্যন্ত সংঘৰ্ম্মারকে স্বাড়ারদানকারীগণ কোম্পানীর পরিচালক বলিয়া গণ্য হইবেন; (খ) কোম্পানীর পরিচালকগণ উহার সাধারণ সভায় কোম্পানীর সদস্যগণ >So বাধ্যতামূলক সংখ্যা পরিচালক নিয়োগ