পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$చి কোম্পানী আইন, ১৯৯৪ (২) কোম্পানীর সংঘস্মারক এবং সংঘবিধি, যদি থাকে নিবন্ধনের জন্য সম্মতি প্রদানকারী ব্যক্তিগণের একটি তালিকা রেজিষ্ট্রারের নিকট দাখিল করিবেন; এবং এই তালিকায় যদি এমন কোন ব্যক্তির নাম থাকে যিনি এইরূপ তবে শর্ত থাকে যে, এই ধারার কোন কিছুই বীমা কোম্পানী বা ব্যাংক * কোম্পানীর প্রধান নির্বাহীকে, তিনি যে নামেই অভিহিত হউন না কেন, ് পরিচালক হিসাবে নিয়োগের ড়েগত্রে প্রযোজ্য হইবে না, যদি উহার সংঘবিধিতে এইরূপ নিয়োগের ব্যবস্থা থাকে। ৯৩। (১) পরিচালক পদের প্রার্থী হিসাবে কাহারও নাম প্রস্তাব করা পরিচালক পদপ্রার্থীর হইলে, প্রস্তাবের সহিত তাহার স্বাঙ্গরিত এই মর্মে একটি লিখিত সম্মতিপত্র " থাকিতে হইবে যে, তিনি পরিচালক নিযুক্ত হইলে পরিচালক হিসাবে কার্য করিবেন; এবং তিনি ইহা কোম্পানীর নিকট দাখিল করিবেন। &o R@ (২) কোন ব্যক্তি কোম্পানীর পরিচালকৰূপে কাজ করবেন না, যদি তিনি তাহার নিয়োগের ত্রিশ দিনের মধ্যে, পরিচালকরুপে কার্য করার জন্য তাহার স্বাড় গরযুক্ত লিখিত সম্মতিপত্র রেজিষ্ট্রীরের নিকট দাখিল না করিয়া থাকেন। U” 88 (S) কোন ব্যক্তি কোন কোম্পানীর পরিচালক হিসাবে নিয়ােগের বা পরিচালকগণের ༢ཕག ཨ་ཙརྱ་ཨ་”ཨ་ཝཙོ་ཤལ་བ། དར་མ་ ་་བྱེད་ (ক) তিনি কোন উপযুক্ত (Competent) আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলিয়া সব্যস্তত্ম হইয়া থাকেন এবং আদালতের উক্ত রায় সংশিল্পষ্ট সময়ে বলবৎ থাকেঅথবা - (খ) তিনি দেউলিয়া বলিয়া ঘোষিত হওয়ার পর তাহার দেউলিয়াতৃের o বসান না zŘET RIGE (Undischarged insolvent); N°FT so তিনি দেউলিয়া হিসাবে ঘোষিত হওয়ার জন্য আবেদন করিয়া থাকেন CŞ এবং যদি তাহার আবেদন বিচারাধীন থাকে; অথবা o (ঘ) কোম্পানীতে তৎকর্তৃক এককভাবে কিংবা অন্যান্য ব্যক্তির সহিত SN - যৌথভাবে ধারিত শেয়ারের শেয়ার-মূল্য তলব হওয়া সত্ত্বেও তিনি cSR উহা পরিশোধ না করিয়া থাকেন এবং উক্ত মূল্য পরিশোধের জন্য O নির্ধারিত শেষ তারিখের পর একশত আশি দিন অতিবাহিত হইয়া থাকে; অথবা (ঙ) তিনি অপ্রাপ্ত বয়স্ক (minor) হন।