পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ২২৫ (৪) রেজিষ্ট্রার কোন প্রসপেক্টাস নিবন্ধন করিবেন না, যদি ধারা ১৩৪, ১৩৫, ১৩৬ ও ১৩৭ এবং এই ধারার উপ-ধারা (১), (২) এবং (৩) এর বিধানাবলী পালন করা না হয়, এবং উক্ত প্রসপেক্টাসের সহিত কোম্পানীর বা বা দালালরূপে অখ্যায়িত ব্যক্তির, বা অনুরূপভাবে কাজ করিতে স্বীকৃতিদানকারী কোন ব্যক্তি থাকিলে তাহার লিখিত সম্মতি না থাকে। (৫) নিবন্ধনের জন্য প্রসপেক্টসের অনুলিপি দাখিলকৃত হওয়ার তারিখের নব্বই দিন পর উক্ত প্রসপেক্টাস ইসু্য করা যাইবে না এবং ঐ সময়ের পর যদি কোন প্রসপেক্টাস ইসু্য করা হয়, তাহা হইলে উহা এমন একটি প্রসপেক্টাস বলিয়া - - (৬) এই ধারার বিধান অনুযায়ী রেজিষ্ট্রীরের নিকট প্রসপেক্টসের অনুলিপি দাখিল না করিয়া বা অনুরূপভাবে দাখিলকৃত অনুলিপিতে ড়েগত্রমত প্রয়োজনীয় সম্মতি বা দলিল পৃষ্ঠাঙ্কিত না করিয়া বা উহার সহিত সংযোজিত না করিয়া যদি কোন প্রসপেক্টাস ইসু্য করা হয়, তাহা হইলে সংশিল্পষ্ট কোম্পানী অনধিক পাচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে এবং প্রত্যেক ব্যক্তি, যিনি জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে উক্ত প্রসপেক্টস ইসু'র জন্য দায়ী সেই ব্যক্তিও, একই দণ্ডে দণ্ডনীয় হইবেন। ost ১৩৯। (১) যদি ধারা ১৩৬ বা రిai বিধান লংঘন করিয়া কোন প্রসপেক্টাস ইসু্য করা হয় তাহা হইলে উক্ত কোম্পানী অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে এবং প্রত্যেক ব্যক্তি, যিনি জ্ঞাতসারে উহা ইসু'র জন্য দায়ী তিনিও, একই দণ্ডে দণ্ডনীয় হইবেন। - (২) এই ধারা এবং ধারা ১৩৬ বা ১৩৭ এর উদ্দেশ্য পূরণকল্পে, বিশেষজ্ঞ' বলিতে প্রকৌশলী, মূল্য-নির্ধারক, হিসাবরড়াক এবং অন্য যে কোন ব্যক্তি অন্তর্ভুক্ত হইবেন যাহার পেশা বা দড়াতার কারণে তৎকর্তৃক প্রদত্ত বিবৃতিকে নির্ভরযোগ্য বিবৃতি বলা যায়। ১৪০। (১) কোন প্রসপেক্টাস সাধারণভাবে ইসু্য করা হউক বা না হউক, উক্ত প্রসপেক্টসে যদি এমন বিবৃতি থাকে যে, উহাতে যে সমস্ত শেয়ার বা র বরাদের জন্য চাঁদা প্রদানের আহবান জানানো হইয়াছে সে সমস্ততা e$ শেয়ার বা ডিবেঞ্চার যাহাতে এক বা একাধিক স্বীকৃত ষ্টক এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় করা যায় সেই উদ্দেশ্যে ষ্টক এক্সচেঞ্জের অনুমতির জন্য আবেদন করা হইয়াছে বা হইবে, তবে উক্ত প্রসপেক্টাসে উক্ত ষ্টক এক্সচেঞ্জের নাম বা ড়েগত্রমত অনুরূপ প্রত্যেক ষ্টক এক্সেচেঞ্জের নাম উলেস্নখ করিতে হইবে; এবং প্রসপেক্টাস প্রথম নাই। o ধারা ১৩৬ ও ১৩৭ লংঘনের দণ্ড ষ্টক এক্সচেঞ্জে ক্রয়বিক্রয়যোগ্য শেয়ার ও