পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৮ কোম্পানী আইন, ১৯৯৪ (৬) নিম্নোক্ত ড়েগত্রে এই ধারার অন্যান্য উপধারার বিধান (ক) কোন প্রসপেক্টাস দ্বারা যে সকল শেয়ার বা ডিবেঞ্চার বরাদের আহবান জানানো হয় সেই সকল শেয়ার বা ডিবেঞ্চারের ব্যাপারে উহাদের অবলিখনকারী (Underwriter) কর্তৃক উক্ত শেয়ার বা ডিবেঞ্চার গ্রহণ করা হইবে বলিয়া স্বীকৃতিদানের ড়োত্রে এইরূপে কার্যকর থাকিবে যেন তিনি ঐ শেয়ার বা ডিবেঞ্চারের জন্য উক্ত প্রসপেক্টাস অনুসারে আবেদন èst করিয়াছিলেন; এবং * (খ) শেয়ার বিক্রয়ের প্রস্তাব সম্বলিত কোন প্রসপেক্টাসের ড়োত্রে, ് নিম্নবর্ণিত পরিবর্তনসহ কার্যকর থাকিবে, যথা: (অ) উক্ত বিধানের কোথাও “বরাদ” শব্দটি উলিস্নখিত থাকিলে & তদস্থলে “বিক্রয়” শব্দটি প্রতিস্থাপিত বলিয়া গণ্য করতে হইবে ২২ (আ) আবেদনকারীর নিকট হইতে প্রাপ্ত অর্থ ফেরৎ æ কোম্পানী নহে বরং যে সকল ব্যক্তি কর্তৃক শেয়ার বিক্রয়ের প্রস্তাব দেওয়া হইয়াছে তাহারাই উপধারা (২)-এর অধীনে দায়ী হইবেন এবং উক্ত উপধারায় কোম্পানীর দায় এর যে উলেস্নখ আছে সে দায় হইবে উক্ত প্রস্তাবকারী ব্যক্তির বা ব্যক্তিগণের; o (ই) উপ-ধারা (৩) এ “উক্ত কোম্পানী” শব্দদ্বয়ের পরিবর্তে “যে ব্যক্তি কর্তৃক বা যাহার মাধ্যমে শেয়ার বিক্রয়ের প্রস্তাব করা হয় তিনি” শব্দগুলি এবং উহার প্রত্যেক কর্মকর্তা যিনি শব্দগুলির পরিবর্তে “অন্য যে ব্যক্তি” শব্দগুলি প্রতিস্থাপিত গণ্য করিতে হইবে। ང་ནི་་་་་་་་ ^ (৭) কোন প্রসপেক্টসেই এই মর্মে বিবৃতি থাকিবে না যে, উহাতে যে শেয়ার বা ডিবেঞ্চারের চাদা প্রদানের আহবান করা হইয়াছে সেই শেয়ার বা ডিবেঞ্চার কোন ষ্টক এক্সেচেঞ্জের মাধ্যমে কেনা-বেচার অনুমতির জন্য আবেদনপত্র পেশ করা হইয়াছেজি করলাম মনােহ। =\ ১৪১। (১) যে ড়েগত্রে শেয়ার মূলধন বিশিষ্ট কোন কোম্পানী উহা গঠনের প্রসপেক্টস ইস্যু না সময়ে বা গঠন সম্পর্কে কোন প্রসপেক্টস ইস্যু করে নাই অথবা যে ড়োত্রে উক্ত கே কোম্পানী এইরূপ প্রসপেক্টাস ইসু্য করা সত্ত্বেও উক্ত প্রসপেক্টাস দ্বারা যে সকল ২১শেয়ার বা ডিবেঞ্চারে চাঁদা প্রদানের জন্য জনসাধারণের নিকট আহবান জানানো `ಕ್ಷ್ কোম্পানী কোন শেয়ার বা ডিবেঞ্চার বরাদ্দ করিবে না, যদি উহার শেয়ার বা নিবন্ধনের জন্য এমন একটি প্রসপেক্টাসের বিকল্প-বিবরণী দাখিল করা না হইয়া থাকে যে, বিবরণীটি উহাতে পরিচালক বা প্রস্তাবিত পরিচালক হিসাবে