পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২88 কোম্পানী আইন, ১৯৯৪ (২) বরাদের ড়েগত্রে কোম্পানীর কোন পরিচালক যদি জ্ঞাতসারে ১৪১ ধারা অথবা ১৪৮ ধারার বিধান লংঘন করেন অথবা লংঘনের ডুগমতা বা অনুমতি প্রদান করেন, তাহা হইলে তদ্বারা কোম্পানীর বা বরাদপ্রাপকের যে খেসারত, ডু গতি বা ব্যয়ভার বহন বা স্বীকার করিতে হয় তজ্জন্য তিনি কোম্পানীকে এবং প্রাপককে ডুগতিপূরণ প্রদানে বাধ্য থাকিবেন: o তবে শর্ত থাকে যে বাদে তারিখ হইতে দুই বৎসর অতিবাহিত হওয়ার । পর কোন ড্রগতি, খেসারত বা ব্যয়ভার আদায়ের উদ্দেশ্যে কোন আইনগত কার্যধারা শুরম্ন করা যাইবে না। ് ಕ್ಗ ১৫০। (১) কোন কোম্পানী উহার কার্যাবলী (business) আরম্ভ করিবে না ড়েগত্রে বাধা- কিংবা কোন ঋণ গ্রহণ ড্ৰামত প্রয়ােগ করবে না, যদি না- চে (ক) সম্পূর্ণ মূল্য নগদে পরিশোধ করিতে হয় এইরূপ গৃহীত শেয়ারগুলির মধ্যে এমন সংখ্যক শেয়ার বরাদ করা হইয়া থাকে যাহাদের সামগ্রিক ফ্যন্ত দরপমি হোমনায় এবং (খ) কোম্পানীর প্রত্যেক পরিচালক, তিনি যে সব শেয়ার গ্রহণ করিয়াছেন বা গ্রহণের জন্য চুক্তিবদ্ধ হইয়াছেন এবং তন্মধ্যে যে সব শেয়ারের মূল্য নগদে পরিশোধযোগ্য সে সবের প্রতিটির উপর, এমন পরিমাণ অর্থ পলা লেখক (অ) কোম্পানীর শেয়ার-মূলধনের চাদা দানের জন্য সাধারণের নিকট আমন্ত্রণ জানানোর ড়োত্রে, শেয়ারের জন্য জনসাধারণ কর্তৃক ১তাহাদের আবেদনের উপর প্রদেয় হইত অথবা ৯(অ) যেড়েীত্রে উক্ত আমন্ত্রণ জানানো হয়নি সেড়োত্রে, পরিচালকের o N. - উক্ত শেয়ারগুলি বাবদ, নগদে পরিশোধযোগ্য; এবং so (গ) রেজিষ্ট্রারের নিকট কোম্পানীর সচিব বা একজন পরিচালক, নির্ধারিত o ছকে তৎকর্তৃক বা যথাযথভাবে সত্যাখ্যানকৃত (verified), একটি SS ঘোষণাপত্র এই মর্মে দাখিল করিয়া থাকেন যে, দফা (ক) ও (খ) এর ་་།།།།༽ - শর্তাবলী পালন করা হইয়াছে; এবং o (ঘ) কোম্পানীর শেয়ারে চাঁদা দানের জন্য জনসাধারণকে আহবান জানাইয়া o কোন প্রসপেক্টাস ইসু না করার ড়োত্রে, রেজিষ্ট্রারের নিকট একটি প্রসপেক্টাসের বিকল্প বিবরণী দাখিল করা হইয়া থাকে। (২) উপ-ধারা (১) এর বিধানাবলী অনুসারে যথাযথভাবে সত্যাখ্যানকৃত ঘোষণাপত্র দাখিল করা হইলে, রেজিষ্ট্রার এই মর্মে প্রত্যয়ন (certify) করিবেন যে, উক্ত কোম্পানী উহার কার্যাবলী আরম্ভ করার অধিকারী, এবং উক্ত প্রত্যয়নপত্র এইরূপ অধিকারী হওয়ার চূড়ান্ত সাড়গ্য হইবে: