পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ২৪৫ তবে শর্ত থাকে যে, কোম্পানীর শেয়ার চাঁদা দানের আহবান জানাইয়া প্রসপেক্টাস ইসু না করার ড়েগত্রে, একটি প্রসপেক্টাসের বিকল্প বিবরণী রেজিষ্ট্রারের নিকট দাখিল করা না হইলে তিনি অনুরূপ কোন প্রত্যয়নপত্র প্রদান করিবেন না। (৩) কার্যাবলী আরম্ভের অধিকারী হওয়ার তারিখের পূর্বে কোন কোম্পানী কর্তৃক সম্পাদিত চুক্তি সাময়িক চুক্তি হইবে মাত্র, এবং সেই তারিখের পূর্বে উহা কোম্পানীর উপর বাধ্যতামূলক হইবে না, এবং সেই তারিখেই উহা বাধ্যতামূলক হইবে। (৪) একই সংগে কোন শেয়ার ও ডিবেঞ্চারে চাঁদা দানের প্রস্তাব দেওয়া, অথবা শেয়ার এবং ডিবেঞ্চার বরাদ্দ করা, অথবা শেয়ার ও ডিবেঞ্চারের <foo আবেদনের সহিত প্রদেয় অর্থ গ্রহণ করার ড়োত্রে এই ধারার কোন কিছুই কোন ৫১ বাধা হইবে না। "S (৫) এই ধারার বিধান লংঘন করিয়া যদি কোন কোম্পানী উহার কার্যাবলী আরম্ভ করে বা ঋণ গ্রহণের ডুগমতা প্রয়োগ করে, তাহা হইলে উক্ত লংঘনের জন্য দায়ী প্রত্যেক ব্যক্তি, অনুরূপ লংঘন যতদিন অব্যাহত থাকে ততদিনের প্রতিদিনের জন্য, অনধিক এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন; এবং উক্ত কার্যাবলী আরম্ভ বা উক্ত ভৃগমতা প্রয়োগের কারণে তাহার অন্য কোন দায়-দায়িত্ব থাকিলে তাহা এই উপ-ধারার বিধানের কারণে ড্রান্ন হইবে না। (৬) এই ধারার কোন কিছুই প্রাইভেট কোম্পানীর ড়েগত্রে অথবা উহার প্রসপেক্টস ইস্যু করে না এমন কোম্পানীর ড়োত্রে প্রযোজ্য হইবে না; এবং যে কোম্পানী গ্যারান্টি দ্বারা সীমিতদায় বিশিষ্ট এবং যাহার কোন শেয়ার মূলধন নাই সেই কোম্পানীর ড়েগত্রে, এই শেয়ার সম-অধিনাবলী প্রয়ােজ হল না । o S(t) | () লাল কি নে স্পেনী বলা বা বরাদ সম্পর্কিত করিলে উক্ত কোম্পানী অনুরূপ বরাদের পর ষাট দিনের মধ্যে নিম্নবর্ণিত বিবরণ (ক) বরাদসমূহের একটি রিটার্ণ, যাহাতে বরাদ্দকৃত শেয়ারের সংখ্যা ও S- জাতীয়তা এবং অন্যান্য পরিচয় এবং প্রত্যেক শেয়ারের উপর নগদে § পরিশোধিত ও অপরিশোধিত অর্থ এবং নগদে প্রদেয় অর্থের পরিমাণ, & যদি থাকে, বিবৃত থাকিবে; c$ (খ) নগদে ব্যতীত অন্যভাবে সম্পূর্ণ বা আংশিক পরিশোধিত শেয়ার স্ট্যাম্পযুক্ত এবং নির্ধারিত পদ্ধতিতে সত্যাখ্যানকৃত হইতে হইবে, যথা:– (SI) FIGFETH Ffs (Vendor’s Agreement) Nafs GG G-RIGH