পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ S8인 (আ) যে চুক্তি বলে কোন বিক্রয়, সেবা বা অন্য কিছুর বিনিময়ে উক্ত বরাদ প্রাপককে শেয়ার বরাদ্দ করা হয় সেই চুক্তি; (গ) দফা (খ) তে উলিস্নখিত বরাদ্দকৃত শেয়ারের সংখ্যা এবং উহাদের নামিক মূল্যের পরিমাণ; NQ(ঘ) ಕ್ಲ তবে উক্ত বিক্রয় দলিল । Q oS (২) উপ-ধারা (১) এ উলিস্নখিত কোন চুক্তি লিখিত না থাকিলে কোম্পানী, লিখিত আকারে থাকিলে চুক্তিপত্রে যে ষ্ট্যাম্পযুক্ত করিতে হইত সেই একই মূল্যের ষ্ট্যাম্পযুক্ত করিয়া রেজিষ্ট্রারের নিকট দাখিল করিবে; এবং Stamp Act, 1899 (Act II of 1899) তে ‘instrument’ শব্দটি যে অর্থে ব্যবহৃত হইয়াছে, উক্ত বিবরণাদি সেই অর্থে দলিল হিসাবে গণ্য হইবে এবং উক্ত বিবরণাদি দাখিল করার শর্ত হিসাবে রেজিষ্ট্রার নির্দেশ দিতে পারিবেন যে, উহার উপর প্রদেয় ষ্ট্যাম্প ডিউটি উক্ত এ্যাক্ট এর ধারা ৩১ ཨ་ཨཱ་ཀ་ཤ་[རྩོམ་གྲྭ་རྒྱ་མ་ཤ ། -0 (5) রেজিীর যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, কোন বিশেষ অবস্থার ড়েগত্রে উপ-ধারা (১) এবং (২) তে বিনির্দিষ্ট ষাট দিন সময় এই ধারার বিধানাবলী পালনের জন্য অপর্যাপ্ত, তাহা হইলে উক্ত ষাট দিন সময় অতিবাহিত হওয়ার পারিবেন; এবং যদি তিনি অনুরূপভাবে সময় বর্ধিত করেন, তাহা হইলে উপধারা (১) এবং (২) এর বিধানাবলী উক্ত অবস্থার ড়েগত্রে এইরূপে কার্যকর হইবে যেন রেজির কর্তৃক বর্ধিত সময়ই উক্ত উপ-ধারায় নির্দিষ্ট সময়। - ം് (৪) এই ধারার বিধানাবলী পালনে কোন কোম্পানী ব্যর্থ হইলে, উহার প্রত্যেক কর্মকর্তা, যিনি জ্ঞাতসারে উক্ত ব্যর্থতার জন্য দায়ী তিনি উক্ত ব্যর্থতা & যতদিন অব্যাহত থাকিবে ততদিনের প্রতিদিনের জন্য অনধিক এক হাজার টাকা *N অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন : o o তবে শর্ত থাকে যে, উপ-ধারা (১) ও (২) তে বিনির্দিষ্ট সময়ের মধ্যে এই o ড়েগত্রে, কোম্পানী অথবা ব্যর্থতার জন্য দায়ী যে কোন ব্যক্তি প্রতিকারের জন্য -so আদালতের নিকট আবেদন করিতে পারিবেন এবং আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, দৈবক্রমে বা ভুলক্রমে অথবা অন্য এমন কোন কারণে উক্ত ব্যর্থতা সংঘটিত হইয়াছে যদরমন প্রতিকার মঞ্জুর করা সমীচীন ও ন্যায়সংগত, তাহা অনুমোদন করিয়া আদেশদান করিতে পারিবে।