পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S○○ তবে শর্ত থাকে যে কোম্পানী আইন, ১৯৯৪ (ক) লভ্যাংশ হিসাবে প্রদানযোগ্য মুনাফা অথবা উক্ত শেয়ার পুনরূদ্ধারের উদ্দেশ্যে নূতন ইসুকৃত শেয়ার বাবদ প্রাপ্ত অর্থ অথবা কোম্পানীর কোন সম্পত্তির অর্থ ব্যতীত অন্য কোন অর্থ হইতে উক্ত শেয়ারের মূল্য ফেরৎ দেওয়া যাইবে না; (খ) পূর্ণ পরিশোধিত নহে, এইরূপ কোন শেয়ার পুনরত্নদ্ধার করা হইবে না; (গ) যেড়োত্রে কোন শেয়ার পুনরূদ্ধারের জন্য উহার মূল্য নতুন শেয়ার ് গত্রে কোম্পানীর মুনাফার যে অংশ লভ্যাংশ হিসাবে বন্টনযোগ্য ছিল <o তাহা হইতে উক্ত পরিশোধিত অর্থের সমপরিমাণ অর্থ “মূলধন উদ্ধার

  • TEIT GEfēi” (Capital Redemption Reserve Fund)

অভিহিত একটি তহবিলে স্থানান্তর করিতে হইবে, এবং উক্ত তহবিলের ড়োত্রে কোম্পানীর শেয়ার মূলধন হ্রাস সম্পর্কিত এই আইনের অন্যান্য বিধানাবলী, এই ধারার বিধানাবলী-সাপেড়ো এইরূপে প্রযোজ্য হইবে যেন "মূলধন উদ্ধর মজুদ তহবিল" কোম্পানীর পরিশোধিত শেয়ার মূলধনঃ So (ঘ) যেনে কেন শেয়ার নজরে জন্ম জন্মের ইস্কুলৰ অৰ্থ হইতে উক্ত শেয়ারের মূল্য পরিশোধ করা হয়, সেড়োত্রে এইরূপ পরিশোধের উপর কোন প্রিমিয়াম প্রদেয় হইলে, শেয়ার মূল্য বন্দোবস্ততা করিয়া রাখিতে হইবে। ~ (২) পুনরত্নদ্ধারযোগ্য অগ্রাধিকার শেয়ার ইসু্য করিয়াছে এইরূপ কোম্পানীর প্রত্যেকটি ব্যালান্সশীটে নিম্নবর্ণিত বিষয়াবলী অন্তর্ভুক্ত করিতে হইবে, যথা: - (ক) কোম্পানীরা ইসুকৃত মূলধনের কতটুকু অংশ এইরূপ শেয়ার লইয়া গঠিত তাহা উল্লেখ করিয়া একটি বিবৃতি এবং (খ) যে তারিখে বা যে তারিখের পূর্বে উক্ত শেয়ার পূনরম্নদ্ধারযোগ্য হইবে ২ তাহা অথবা, এইরূপ কোন সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত না থাকিলে, পুনরূদ্ধারের জন্য যতদিনের নোটিশ প্রদান করিতে হইবে, তাহা। o (૭) এই ধারার অধীনে পুনরত্নদ্ধারযোগ্য অগ্রাধিকার শেয়ারসমূহ এই ধারার ವಾ? কোম্পানীর সংঘবিধিতে বিনির্দিষ্ট শর্ত ও পদ্ধতি অনুসারে উদ্ধার করা যাইবে। CŞ (৪) এই ধারার বিধান অনুযায়ী কোন কোম্পানী কোন অগ্রাধিকার শেয়ার পুনরত্নদ্ধার করিলে বা করিতে উদ্যত হইলে এইরূপ শেয়ারসমূহের নামিক মূল্যের সমমূল্যমান পর্যন্ত নূতন শেয়ার ইসু্য করিতে পারবে, যেন ঐ