পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ ২৬০ কোম্পানী আইন, ১৯৯৪ (৩) এই ধারা অনুযায়ী নিবন্ধনকৃত কোন বন্ধক বা চার্জের শর্তাদিতে, পরিধিতে বা কার্যকরীকরণে (operation) যখনই কোন পরিবর্তন করা হয়, তখনই কোম্পানী এইরূপ পরিবর্তনের তথ্যাদি রেজিষ্ট্রারের নিকট প্রেরণ করিবে এবং বন্ধক বা চার্জের নিবন্ধনের ড়েগত্রে প্রযোজ্য এই ধারার বিধানাবলী পরিবর্তিত বন্ধক বা চার্জের ড়েগত্রেও প্রযোজ্য হইবে। o ১৬৮। প্রত্যেক কোম্পানী উহার নিবন্ধিকৃত কার্যালয়ে এইরূপ প্রতিটি বন্ধক বন্ধুক বা চার্জ èst বা চার্জ সৃষ্টিকারী দলিলের অনুলিপি রড়গণ করিবে, যাহা ধারা ১৫৯ অনুযায়ী இ নিবন্ধনের প্রয়োজন হয়: কার্যালয়ে তবে শর্ত থাকে যে, একই রকম ডিবেঞ্চার বিশিষ্ট সিরিজের ড়েগত্রে একটি <o" ১৬৯। (১) কোন কোম্পানীর সম্পত্তির রিসিভার নিয়োগ করার জন্য যদি রিসিভার নিয়োগ কোন ব্যক্তি আদেশপ্রাপ্ত হন অথবা কোন দলিলে উলেল্লখিত ভৃগমতাবলে তিনি নিবন দলিলের অধীনে নিয়োগদানের তারিখ হইতে পনর দিনের মধ্যে, ঘটনাটি সম্পর্কে রেজিষ্ট্রারের নিকট একটি নোটিশ দাখিল এবং উহা নিবন্ধনের জন্য নির্ধারিত ফিস জমা করিবেন; অতঃপর রেজিষ্ট্রার রিসিভার নিয়োগের বিষয়টি সংশিল্পষ্ট বন্ধক বা চার্জের নিবন্ধন-বহিতে লিপিবদ্ধ করবেন। N. (S) কোন ব্যক্তি এই ধারার বিধানাবলী পালনে ব্যর্থ হইলে, উক্ত ব্যর্থতা টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। so. ১৭০। (১) ধারা ১৬৯-এ উলেস্নখিত কোন রিসিভার কোম্পানীর কোন রিসিভারের হিসাব অর্থবৎসরে একবার এবং রিসিভার হিসাবে তাহার দায়িত্ব অবসানের পর একবার, উক্ত সময়ে উক্ত সম্পত্তির আয় এবং ব্যয়ের একটি সংড়িগপ্ত বিবরণ নির্ধারিত ছকে রেজিষ্ট্রীরের নিকট দাখিল করবেন, এবং রিসিভার হিসাবে দায়িত্ব নোটিশও দাখিল করিবেন; এবং রেজিষ্ট্রার উক্ত নোটিশ সংশিল্পষ্ট বন্ধক ও চার্জের নিবন্ধন-বহিতে লিপিবদ্ধ করিবেন। -Qe & (২) যদি কোম্পানীর সম্পত্তির একজন রিসিভার নিযুক্ত হইয়া থাকে, তবে কোম্পানী কর্তৃক বা কোম্পানীর পড়েগ বা উক্ত রিসিভার কর্তৃক, ইসুকৃত কোন ইনভয়েস বা পণ্য সরবরাহের আদেশ বা কোম্পানীর কার্যাবলী সংক্রান্তা চিঠিপত্রে কোম্পানীর নাম থাকিলে উক্ত ইনভয়েস, আদেশ বা চিঠিপত্রে এই মর্মে একটি বিবৃতিও থাকিতে হইবে যে, কোম্পানীর সম্পত্তির একজন রিসিভার নিয়োগ করা হইয়াছে।