পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৬ কোম্পানী আইন, ১৯৯৪ (৭) কোন ডিবেঞ্চারের অর্থ পরিশোধিত বা ভিন্নরূপে উহার দায়-দেনা মিটানো বা নিঃশেষিত হইলে, উহার পরিবর্তে কোম্পানী কর্তৃক নূতন ডিবেঞ্চার ইসু্য করার জন্য উক্ত ডিবেঞ্চার বা উহার জামানতের মাধ্যমে সংরড়িগত ভৃগমতা এই ধারার বিধান দ্বারা ভূগ্নে হইবে না। ১৭৯। কোম্পানীর ডিবেঞ্চার গ্রহণ এবং তজ্জন্য অর্থ প্রদান করার লড়েগ্য ডিবেঞ্চার ক্রয়চুক্তির ് কোম্পানীর সহিত সম্পাদিত কোন চুক্তিকে আদালতের ডিক্ৰী দ্বারা সুনির্দিষ্টভাবে ༧༧གས་ལྟ་བ་དག །རྒྱ་ *T*Fifts of foot (enforced by specific performance) N ১৮০। (১) যদি প্রবহমান চার্জ দ্বারা নিশ্চয়তা প্রদত্ত (secured) ডিবেঞ্চার .ே হোল্ডারগণের পড়ঙ্গ হইতে রিসিভার নিয়োগ করা হয় বা উক্ত ডিবেঞ্চার ಛಿ দাবীর হােল্ডারগণ কর্তৃক বা তাহাদের পড়ে কোন চার্জযুক্ত সম্পত্তির দখল গ্রহণ করা পূর্বকতিপয় খণ হয় এবং যদি উক্ত কোম্পানী সংশিল্পষ্ট সময়ে অবলুপ্তির প্রক্রিয়াধীন না থাকে, পরিশোধ তাহা হইলে যে সমস্ততা ঋণ কোম্পানীর অবলুপ্তির ড়েগত্রে পঞ্চম খণ্ডের বিধানুযায়ী অন্য সমস্ততা ঋণের পূর্বে অগ্রাধিকারের ভিত্তিতে পরিশোধ করিতে হইত সেই সমস্ততা ঋণ, ডিবেঞ্চার সম্পর্কিত দাবীর আসল বা সুদ পরিশোধের, পূর্বেই, উক্ত রিসিভার তাহার নিকট ন্যস্ততা সম্পদ হইতে, বা সম্পত্তি দখল গ্রহণকারী ব্যক্তি তাহার দখলে গৃহীত সম্পদ হইতে অবিলম্বে রশোধ করবেন। )"O (২) উপধর (১) এউলতিসিভার নিয়ােল তথি অথবা উহাতে উলিল্লখিত ব্যক্তি কর্তৃক দখল গ্রহণের তারিখ হইতে উক্ত উপ-ধারায় উলিল্লখিত পঞ্চম খঙ্গে বিবানে বর্ণিত সময় গণনা করা হইবে।

  • N (৩) এই ধারার অধীনে প্রদেয় যে কোন অর্থ, যতদূর সম্ভব, কোম্পানীর সেই পরিসম্পদ হইতে পরিশোধ করিতে হইবে যাহা সংশিল্পষ্ট সময়ে সাধারণ পাওনাদারগণের পাওনা পরিশোধের জন্য প্রস্তুত থাকে।

-്യർ বাকে বিবরণী, খাতাপত্র এবং হিসাব ༢༥ >མིང་། ১৮১। (১) প্রত্যেক কোম্পানী নিম্নলিখিত বিষয়াদি সম্পর্কে যথাযথ হিসাব রঙ্গীয় হিসাব-বহি বহিরঙ্গণ করবে, যথা:- কুকুন্দন (() কোম্পানী কর্তৃক জমাকৃত এবং ব্যয়কৃত সকল অর্থ এবং উক্ত জমা ও o খরচের খাত; o so (খ) সকল পণ্যের ক্রয় ও বিক্রয়; e$ (গ) সকল পরিসম্পদ ও দায়-দেনা; এবং (ঘ) উৎপাদন, বন্টন, বিপণন, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, প্রস্তুতকরণ, শষ্য পেষণ বা চূর্ণীকরণ (milling), খনি খনন এবং খনিজ দ্রব্য উত্তোলন সংক্রান্ত কার্যাবলীতে নিয়োজিত কোম্পানীর ড়োত্রে উপকরণ, শ্রম ও অন্যান্য বিষয়ের ব্যবহারজনিত (overhead) খরচ।