পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ ՏԳo কোম্পানী আইন, ১৯৯৪ (খ) পরবর্তী যে কোন বার্ষিক সাধারণ সভার ড়োত্রে, সর্বশেষ যে তারিখ পর্যন্ত হিসাব উপস্থাপিত হইয়াছে উহার পরবর্তী তারিখ হইতে এমন একটি তারিখ পর্যন্ত যাহা (অ) উক্ত সভার তারিখের পূর্ববর্তী নয় মাসের মধ্যে পড়ে, অথবা (আ) বাংলাদেশের বাহিরে উক্ত কোম্পানীর ব্যবসা বা স্বার্থ থাকিলে, (ই) ধারা ৮১ এর অধীনে উক্ত সভা অনুষ্ঠানের সময়সীমা বর্ধিত করা হইলে, তদনুসারে সভা অনুষ্ঠানের তারিখের পূর্ববর্তী নয় মাস বা ড়েত্রিমত বার মাসের মধ্যে পড়ে : তবে শর্ত থাকে যে, ৮১ ধরার বিধানসাপেড়ে, উপরোক্ত নয় বাবর ২০ মাস সময় অতিবাহিত হওয়ার পূর্বে রেজিষ্ট্রারের নিকট আবেদন - পেশ কর ইলে,তিনি কেন বিশেষ করল উক্ত মেয়াদ অধিক তিন মাস বৃদ্ধি করিতে পরিবেন। § - (৩) কোম্পানীর ব্যালান্স শীট এবং লাভ-ডুগতির হিসাব অথবা আয়-ব্যয়ের করাইতে হইবে; এবং উহার সহিত নিরীড়গকের নিরীড়গা প্রতিবেদন সংযোজন হইবে এবং কোম্পানীর সাধারণ সভায় উক্ত প্রতিবেদন পাঠ করা হইবে ও কোম্পানীর যে কোন সদস্যের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকিবে। (৪) উপরোক্ত হিসাব যে সময় সম্পর্কিত সেই সময়কে এই আইনে ‘অর্থ বৎসর বলিয়া উলেস্নখ করা হইয়াছে এবং তাহা এক পঞ্জিকা বৎসর অপেড়া কম বা বেশী হইতে পারে তবে পনের মাসের বেশী হইবে না তবে শর্ত থাকে যে, রেজিষ্ট্রার যদি তজ্জন্য বিশেষ অনুমতি প্রদান করেন তাহা ইলউর" মাস পর্যন্ত্ৰতি হতে পারে। (৫) যকি কোন ব্যক্তি কোম্পানীর পরিচালক হইয়া এই ধারার বিধানাবলী পালনের ড়েগত্রে সকল যুক্তিসংগত পদড়েগপ গ্রহণে ব্যর্থ হন তাহা হইলে, তিনি এইরূপ প্রত্যেক অপরাধের জন্য অনধিক পাচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। - N. § (৬) কোম্পানীর লাভ-ডুগতি বা, ড়েগত্রমত, আয়-ব্যয়ের হিসাবসহ উহার ব্যালেন্স শীট এর অনুলিপি এবং পরিচালক পর্যদের প্রতিবেদন, কোম্পানীর সদস্যগণ এবং ঐগুলি পরিদর্শনের অধিকারী অন্যান্য ব্যক্তিগণের পরিদর্শনের জন্য সাধারণ সভার পূর্বে অন্ততঃ চৌদ্দ দিন সময়ব্যাপী, কোম্পানীর নিবন্ধিকৃত কার্যালয়ে উন্মুক্ত রাখিতে হইবে। o