পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ২৭৩ (৪) কোম্পানীর পরিচালক পরিষদের আবেদনে বা উহার সম্মতিক্রমে এবং দ্বারা উক্ত কোম্পানীর ড়েগত্রে, উহার ব্যালান্স শীট বা লাভ-ড়গতির হিসাবে যে সমস্ততা বিষয় উলেস্নখ করিতে হয় সেই সমস্ততা ব্যাপারে, এই আইনের অধীন (৫) কোন কোম্পানীর ব্যালাল শীট এবং লাভ-ড্ৰগতির হিসাব উহার ৫ বিষয়াদির অবস্থা সম্পর্কে সঠিক নিরপেড়ঙ্গ বর্ণনা প্রকাশ করে না বলিয়া গণ্য - হইবে না, কেবলমাত্র এই কারণে যে, উহাতে নিম্নবর্ণিত বিষয়াদি প্রকাশিত হয় নাই; যথা:– ാ C(ক) কোন বীমা কোম্পানীর ড়োত্রে, এইরূপ কোন বিষয় যাহা Insurance Act, 1938 (IV of 1938) অনুযায়ী প্রকাশ বরপ্রয়োজন নাই; (খ) কোন ব্যাংক কোম্পানীর ড়োত্রে, এইরূপ কোন বিষয় যাহা ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সালের ১৪ নং আইন) অনুযায়ী প্রকাশ করার প্রয়োজন নাই; ം് (গ) বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহ কার্যে নিয়োজিত কোন কোম্পানীর ড়োত্রে, eɤ2 CEF f¤R XII* I Electricity Act, 1910 (IX of 1910) অনুযায়ী প্রকাশ করার প্রয়োজন নাই; (ঘ) আপাততঃ বলবৎ অন্য কোন আইন অনুযায়ী নিয়ন্ত্রিত কোম্পানীর ড়ে গত্রে, এইরূপ কোন বিষয় যাহা উক্ত আইন অনুযায়ী প্রকাশ করার (ঙ) সকল কোম্পানীর ড়োত্রে, এমন কোন বিষয় যাহা তফসিল-১১ এর §್ಲಿ অনুযায়ী বা (৩) উপ-ধারার অধীনে জারীকৃত প্রজ্ঞাপন ৯ অনুযায়ী কিংবা (৪) উপ-ধারার অধীন প্রদত্ত আদেশ অনুযায়ী প্রকাশ o করার প্রয়োজন নাই। .১ (৬) প্রসংগের প্রয়োজনে ভিন্নরূপ না হইলে, এই ধারায় যেখানে ব্যালান্স ৩ণীট বা লাভ-ডুগতির হিসাবের উলেল্লখ করা হইয়াছে সেখানে উক্ত ব্যালান্স শীটে o বা হিসাবে প্রদত্ত এমন সব টীকাও এবং উহার সহিত সংযুক্ত এমন সব দলিলও @് উলেস্নখিত হইয়াছে বলিয়া গণ্য হইবে যে টীকা বা দলিলে এই আইন অনুযায়ী o প্রয়োজনীয় বা অনুমোদিত তথ্য টীকা বা দলিলের আকারে প্রদর্শন করিতে o হইবে। Ns (৭) ধারা ১৮১ এর উপ-ধারা (৭) এ উলেস্নখিত কোন ব্যক্তি যদি কোম্পানীর সাধারণ সভায় উপস্থাপিত কোন হিসাবের ব্যাপারে এই ধারা এবং এই আইনের অন্যান্য বিধানাবলী পালন করাইবার জন্য যুক্তিসংগত পদড়েগপ গ্রহণে ব্যর্থ হন, তাহা হইলে তিনি এইরূপ প্রত্যেক অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদণ্ডে বা অনধিক পাচ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় প্রকার দণ্ডে