পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こbや কোম্পানী আইন, ১৯৯৪ (গ) রেজিষ্ট্রারের বিবেচনা মতে প্রয়োজনীয় নথি, বহি ও অন্যান্য কাগজপত্র আটক করা। (৩) এই ধারার অধীনে আটককৃত নথি, বহি ও অন্যান্য কাগজপত্র যে কোম্পানী, সংস্থা, ম্যানেজিং এজেন্ট, ব্যবস্থাপনা-পরিচালক, ম্যানেজার, সহযোগী বা অন্য যে ব্যক্তির হাওলা বা দখল হইতে আটক করা হইয়াছিল, উহার বা তাহার নিকট রেজিষ্ট্রর ঐগুলি যথাশীঘ্র সম্ভব, তবে কোন অবস্থাতেই ১০ আটকের ত্রিশ দিনের পরে নহে, ফেরত দিবেন এবং অনুরূপ ফেরত প্রদান সম্পর্কে ম্যাজিষ্ট্রেটকে অবহিত করিবেন: ...o তবে শর্ত থাকে যে, উক্ত নথি, বহি ও অন্যান্য কাগজপত্র ফেরত প্রদানের পূর্বে রেজিষ্ট্রার ঐগুলির অনুলিপি বা উদ্ধৃতাংশ গ্রহণ করিতে পারবেন অথবা উহাদের উপর অথবা উহাদের কোন অংশ সনাক্তকরণ চিহ্ন স্থাপন করিতে কিংবা তিনি যেভাবে প্রয়োজনীয় বলিয়া বিবেচনা করিবেন সেইভাবে ঐগুলি ব্যবহার (৪) এই ধারার অধীনে প্রত্যেক অনুসন্ধান বা আটক Code of Criminal Procedure 1898 (Act V of 1898, অনুসারে তবে এই ধারার বিধান সাপেড়ে সম্পন্ন করিতে হইবে। ১১ প্ৰদৰ্শন ওড়িা ১৫ দিন করে দল লে স্পেনী দি অস্ত্ৰ পরিদর্শকগণ কর্তৃক R * করিবার এবং সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে তৎসম্পর্কে প্রতিবেদন দাখিল করিবার জন্য যোগ্যতা সম্পন্ন এক বা একাধিক পরিদর্শক নিয়ােগ করতে পারিবে “ཨརྱ་ so (ক) শেয়ার-মূলধন-বিশিষ্ট কোম্পানীর ড়োত্রে, উহার ইসুকৃত শেয়ার- মূলধনের অনূ্যন এক-দশমাংশের সমপরিমাণ শেয়ারধারী সদস্যগণের ് আবেদনক্রমে; SS (খ) শেয়ার-মূলধনবিহীন কোম্পানীর ড়োত্রে, উহার মোট সদস্যসংখ্যার N অনূ্যন এক-পঞ্চমাংশ সদস্যের আবেদনক্রমে; o (গ) অন্য কোন কোম্পানীর ড়োত্রে, ধারা ১৯৩(৫) এর অধীনে রেজিষ্ট্রার - oS কর্তৃক প্রদত্ত প্রতিবেদনের ভিত্তিতে। ಎಣ್ಣೆ ১৯৬। ধারা ১৯৫-এর অধীনে সরকার কর্তৃক পরিদর্শক নিয়োগের CŞ ಕ್ಲ যৌক্তিকতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে উক্ত ধারার অধীনে যে কোন আবেদন পর্যাপ্ত সাড় প্রয়োজনীয়তাY" গ্য প্রমাণ দ্বারা সমর্থিত হইতে হইবে; এবং এতদুদ্দেশ্যে সরকার উহার বিবেচনামত উপযুক্ত সাড়গ্য তলব করিতে পারিবে এবং কোন পরিদর্শক নিয়োগদানের পূর্বে আবেদনকারীগণকে তদন্তোর ব্যয় নির্বাহের জন্য জামানত প্রদান করার নির্দেশও দিতে পারিবে। 。