পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ ○>あ স্বার্থ রঙ্গার্থে আদালত কর্তক নির্দেশ দান "عيمر حمیر べ o (২) যদি উক্ত পাবলিক কোম্পানীর কোন জামানতপ্রাপ্ত (secured) পাওনাদার থাকেন, তাহা হইলে (১) উপ-ধারার বিধান অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে তাহাদের লিখিত সম্মতি গ্রহণ করিতে হইবে এবং ষ্টক এক্সচেঞ্জে কোম্পানীর যে সব শেয়ার তালিকাভুক্ত থাকে উহাদিগকে তালিকা হইতে বাদ দেওয়াইতে হইবে। - NQ- - ് সংখ্যালঘু শেয়ার হোল্ডারগণের স্বার্থ রড়গা ് ২৩৩। (১) ধারা ১৯৫ এর দফা (ক) এবং (খ) এর অধীনে তদন্তোর জন্য আবেদনের ড়েঙ্গত্রে প্রযোজ্য সর্বনিম্ন সংখ্যার শর্ত পূরণ সাপেড়েঙ্গ, কোম্পানীর সদস্যগণ বা ডিবেঞ্চার হোল্ডারগণ এককভাবে বা যৌথভাবে ཨཤ་ཀཁ་པའི་སྐཨཀ་ཨ་བྷ་ཡཱ་ཨཱཿཤ་ཨ་ཌ་ཝའི་ལྕ ཤ་ཥ་ཀྲ༩འི་> (ক) উক্ত কোম্পানীর বিষয়াবলী যেভাবে পরিচালিত হইতেছে বা উক্ত এক বা একাধিক সদস্য বা ডিবেঞ্চারহেন্ডারের স্বর্থ হানিকর; (*) উক্ত স্পেনী ইলেক তিন বা উহার এইরূপ কার্য করার সম্ভাবনা রহিয়াছে যাহাতে উহার সদস্য বা ডিবেঞ্চারহোল্ডারগণের স্বার্থের তারতম্য ঘটানো হইয়াছে বা ঘটানোর সম্ভাবনা রহিয়াছে; (গ) সদস্যগণের বা ডিবেঞ্চারহোল্ডারগণের বা তাহাদের কোন শ্রেণীর এইরূপ কোন সিদ্ধান্ত গৃহীত হইয়াছে বা গৃহীত হইতে পারে যাহা কোন সদস্য বা ডিবেঞ্চারহোল্ডারের স্বার্থের তারতম্য ঘটাইতেছে বা ঘটাইতে পারে S এবং তাহারা এইরূপ আদেশের জন্যও প্রার্থনা জানাইতে পরিবেন যাহা তাহার বা তাহদের স্বার্থ ছাড়াও অন্য যে কোন সদস্য বা ডিবেঞ্চারহোল্ডারের স্বার্থ রড় গার জন্য প্রয়োজনীয়। eS (২) আদালত (১) উপ-ধারার অধীনে আবেদন প্রাপ্তির পর উহার একটি ১ অনুলিপি কোম্পানীর পরিচালক পরিষদের নিকট প্রেরণ করিবে এবং উচ্চ আদালতের উপর শুনানীর তারিখ ধার্য্য করিবে। (৩) অনুরূপ ধাৰ্য্যকৃত তারিখে উপস্থিত পড়াগণের শুনানীর পর যদি আদালত অভিমত পোষণ করে যে, উক্ত আবেদনে উলেস্নখিত কারণে আবেদনকারী বা আবেদনকারীগণের স্বার্থ পড়গপাতদুষ্টভাবে খুগ্ন হইয়াছে বা হইতেছে বা হওয়ার সম্ভাবনা রহিয়াছে, তাহা হইলে আদালত প্রার্থীত আদেশ বা উহার বিবেচনামত অন্য কোন যথাযথ আদেশ প্রদান করিতে পারিবে এবং তৎসহ নিম্নবর্ণিত বিষয়ে নির্দেশ দিতে পারিবে, যথা: (ক) কোন সিদ্ধান্ত বা লেনদেন বাতিল বা সংশোধনঃ