পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ల\ల8 কোম্পানী আইন, ১৯৯৪ (১০) কমিটিতে পাওনাদারগণ তাহদের প্রতিনিধিত্বকারী কোন সদস্যকে পাওনাদারগণের সভায় সাধারণ সিদ্ধান্তাবলে এবং প্রদায়কগণ তাহাদের প্রতিনিধিত্বকারী কোন সদস্যকে পাওনাদারগণের সভার সাধারণ সিদ্ধান্তাবলে কমিটি হইতে অপসারণ করিতে পারিবেন, তবে এইরূপ সভা আহানের পূর্বে হইবে। (১১) কমিটির কোন পদ শূন্য হইলে উক্ত পদ পূরণের জন্য লিকুইডেটর অবিলম্বে ড়েগত্রমত পাওনাদারগণের কিংবা প্রদায়কগণের একটি সভা আহবান করিবেন এবং উক্ত সভা একই পাওনাদার বা ড়েগত্রমত একই প্রদায়ককে পূণর্নিয়োগ করিতে পারিবে কিংবা অপর একজন পাওনাদার বা প্রদায়ককে নিয়োগ করিয়া উক্ত শূন্য পদ পূরণ করিতে পারবে। ·o - - (১২) কমিটিতে কার্যরত সদস্য-সংখ্যার দুই এর কম না হইলে, কমিটিতে कानभानभूमाथाका गह७.अशवाकाजशयादेवाचावडभाविक ২৬২। আদালতের অনুমোদন সাপেড়েগ, সরকারী র নিম্নলিখিত কার্যাদি করিতে পারিবেন :- No. osò (ক) কোম্পানীর নামে কিংবা কোম্পানীর পড়ে কোন ফৌজদারী বা দেওয়ানী মামলা বা অভিযোগ অথবা অন্য কোন আইনগত কার্যধারা দায়ের অথবা কোম্পানীর বিরম্নদ্ধে দায়েরকৃত ঐসব মামলা, অভিযোগ বা কার্যধারায় কোম্পানীর পড়া সমর্থন করা: (খ) কোম্পানীর জন্য কল্যাণকর হয় এইরূপে উহার অবলুপ্তির স্বার্থে যতদূর "O(গ) কোন ব্যক্তি, সংস্থা বা অন্য কোম্পানীর নিকট সামগ্রিকভাবে হস্তান্তর বা খণ্ড খণ্ডভাবে বিক্রয় করার ড্রীমতাসহ কোম্পানীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি প্রকাশ্য নিলাম কিংবা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বিক্রয়; (ঘ) কোম্পানীর নামে ও পড়ো কোম্পানীর সকল কার্যাদি করা, সকল ২ দলিলের প্রাপ্তি স্বীকার করা ও যে কোন দলিলপত্র সম্পাদন করা এবং o তদৃউদ্দেশ্যে যখন প্রয়োজন হয় কোম্পানীর সাধারণ সীল মোহর o ব্যবহার করা; cSR (ঙ) কোন প্রদায়কের দেউলিয়াতৃ সংক্রান্ত কার্যধারায় তাহার সম্পত্তির বিপরীতে কোম্পানীর কোন পাওনা বা পাওনার অবশিষ্টাংশের সত্যতা প্রমাণ, উহার শ্রেণীবিন্যাস এবং দাবী উত্থাপন করা, এবং প্রদায়ক দেউলিয়া থাকা অবস্থায় ঐ পাওনা বা উহার অবশিষ্টাংশ দেউলিয়ার নিকট হইতে একটি পৃথক ঋণ হিসাবে এবং তাহার অন্যান্য o so লিকুইডেটরের ডুগমতা