পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ vළු8H ২৯০। (১) কোন কোম্পানীর স্বেচ্ছাকৃত অবলুপ্তির সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছলতা সম্পর্কিত এবং যদি দুইজনের অধিক পরিচালক থাকেন, তবে তাহাদের সংখ্যাগরিষ্ঠ পরিচালকগণ, যে সভায় উক্ত প্রস্তাব উত্থাপিত হইবে সেই সভায় নোটিশ দেওয়ার পূর্বেই তাহদের নিজেদের মধ্যে অনুষ্ঠিত একটি সভার সিদ্ধান্তাক্রমে, NONএফিডেভিট আকারে এই মর্মে ঘোষণা দিবেন যে, তাহারা কোম্পানীর বিষয়াদির o সম্পর্কে পূর্ণ তদন্তা করিয়াছেন এবং তদন্তোর পর তাহারা এই অভিমত ് পোষণ করেন যে, কোম্পানী অবলুপ্তি আরম্ভ হওয়ার অনধিক তিন বৎসর সময়ের SS মধ্যে কোম্পানী ইহার সকল দায়-দেনা সম্পূর্ণরূপে পরিশোধ করিতে সমর্থ ് হইবে। Goo (২) উক্ত বােম্বার সমর্থনে কোম্পানীর বিষয়াদির সম্পর্কে উহার নীড় ২০ গকের একটি রিপোর্ট সংযোজিত থাকিতে হইবে এবং উপ-ধারা (১) এ বর্ণিত - নিকট দাখিল না করা হইলে, এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে, উহার কোন কার্যকারিতা থাকিবে না। o (৩) উপ-ধারা (১) ও (২) এর বিধান অনুসারে নেদেশনী অন্তি করার বিষয়ে ঘোষণা প্রদান করা হইলে এবং রেজিষ্ট্রারের নিকট উহা দাখিল করা হইলে, উক্ত অবলুপ্তি এই আইন “সদস্যগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবলুপ্তি" এবং উক্ত ঘোষণা প্রদান ও দাখিল করা না হইলে তাহা “পাওনাদারগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবলুপ্তি" বলিয়া অভিহিত হইবে। 2 co সদস্যগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবলুপ্তি ২৯১৷ ২৯২ হইতে ২৯৬ পর্যন্ত ধারাসমূহ (উভয় ধারাসহ) বিধানাবলী সদস্যগণ কর্তৃক সদস্যগণ কর্তৃক ভেক্ত ড়েগত্রে প্রযোজ্য হইবে। ఙ్ఞా o ২৯২। (১) কোম্পানী উহার সাধারণ সভায় কোম্পানীর বিষয়াদি গুটাইয়া ಸ್ಥೈ। ফেলা এবং উহার পরিসম্পদ বন্টনের লড়েগ্য এক বা একাধিক লিকুইডেটর tারিশ্রমিক নির্ধার নিয়োগ এবং তাহার বা তাহাদের পরিশ্রমিক নির্ধারণ করতে পারবে। o S(২) লিকুইডেটর নিয়োগের সংগে সংগে কোম্পানীর পরিচালকগণের সকল §ಳ್ಲ್ಲಿ CŞ পরিমাণে পরিচালকগণের ডুগমতা অব্যাহত থাকা অনুমোদন করেন ততটুকু অব্যাহত থাকিবে। ২৯৩। (১) মৃত্যু, পদত্যাগ কিংবা অন্য কোন কারণে লিকুইডেটরের পদ লিকুইডেটরের শূন্যপদ শূন্য হইলে কোম্পানীর উহার সাধারণ সভার সিদ্ধান্ত বলে, তবে "