পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ \ల( Q (খ) অন্য কোন আদালত কর্তৃক প্রদত্ত হয় বা তথায় বলবৎকরণের আবেদন পেশ করিতে হইবে। (৪) আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, উত্থাপিত প্রশ্নের নিস্পত্তি বা - অভীষ্ট ভূগমতার প্রয়োগ বা প্রার্থীত আদেশ ন্যায্য ও কল্যাণকর হইবে, তাহা ് হইলে আদালত উহার বিবেচনায় উপযুক্ত শর্তাধীনে উক্ত আবেদন সামগ্রিক বা aš আংশিকভাবে মঞ্জুর করিতে পারে অথবা উক্ত আবেদনের উপর অন্য যেরূপ § ৩১৩। অবলুপ্তির ড়েগত্রে লিকুইডেটরের পারিশ্রমিকসহ যে সকল খরচপত্র, হােকৃত অবলুঙ্গি চার্জ ও অন্যান্য ব্যয় সঠিকভাবে পরিশোধের প্রয়োজন হয় তাহা, জামানতধারী གྲ་རྩ་ (secured) পাওনাদারগণের অধিকার সাপেড়েগ, অন্য সকল দাবীর তুলনায় - আফ্রিজিতন্সেস লিম্প পেলাইল । o ৩১৪। কোন কোম্পানীর স্বেচ্ছাকৃত অবলুপ্তির ড়েঙ্গত্রে ঐরূপ অবলুপ্তির পাওনাদার ও পরিবর্তে আদালত কর্তৃক অবলুপ্তির জন্য কোম্পানীর পাওনাদার বা প্রদায়কগণ ཧྥུ་ཐ་མ་ཨརྱ་ཕའི་ཨ༔ আবেদন করিতে পরিবেন এবং আদালত আবেদনটি বিবেচনাক্রমে স্বেচ্ছাকৃত প্রদায়ক এইরূপ আবেদন করিলে আদালতকে অবশ্যই এ মর্মে সন্তুষ্ট হইতে হইবে যে, স্বেচ্ছাকৃত অবলুপ্তির দ্বারা প্রদায়কগণের অধিকার ড্রাগ্ন হইবে। o ۶یر ۶یر ৩১৫। কোন কোম্পানীর স্বেচ্ছাকৃত অবলুপ্তির পরিবর্তে আদালত কর্তৃক স্বেচ্ছাকৃত অবলুপ্তির অবলুপ্তির আদেশ প্রদান করা হইলে এবং আদালত উপযুক্ত বিবেচনা করিলে ੋਗ উক্ত আদেশ বা পরবর্তীতে প্রদত্ত কোন আদেশ দ্বারা স্বেচ্ছাকৃত অবলুপ্তির সকল ۶یر / *、* ۶یر বা যেকোন কার্যধারাকে আদালত কর্তৃক অবলুপ্তির কার্যধারার উদ্দেশ্যে প্রয়োগ (adopt) করিতে এবং পরিস্থিতির প্রয়োজনে যে কোন অনুবতী বা আনুষংগিক বা অন্য যে কোন আদেশ দিতে পরিবে। S. -৩১৬। কোন কোম্পানী উহার বিশেষ বা অসাধারণ সিদ্ধান্তাবলে তত্ত্বাবধানসাপেড়েগ স্বেচ্ছাকৃত অবলুপ্তির প্রস্তাব গ্রহণ করিলে আদালত এইরূপ আদেশ দিতে : পরিবে যে, অবলুপ্তির প্রক্রিয়া, আদালতের বিবেচনামত ন্যায়সংগত শর্ত যথা : CŞ আদালতের তত্ত্বাবধানে কোম্পানীর পাওনাদার, প্রদায়ক ও অন্যান্যদের আদালতে আবেদন করার অধিকার অড়ান্ন থাকার নির্দিষ্ট শর্ত এবং অন্যান্য সাধারণ শর্ত সাপেড়েঙ্গ পরিচালিত হইবে।