৩৬৬ কোম্পানী আইন, ১৯৯৪ প্রতারণামূলক ৩২৭। (১) যে কোন হস্তান্তর, মালামাল সরবরাহ, অর্থ প্রদান, অগ্রাধিকার ডিক্রিজারী, অথবা সম্পত্তি সম্পর্কিত অন্য এমন কাজ, যাহা কোন ব্যক্তির দ্বারা বা তাহার বিপড়ো সম্পাদিত বা কৃত হইলে তাহার দেউলিয়াপনা অবস্থায় প্রতারণামূলক অগ্রাধিকার বলিয়া গণ্য হইত তাহা যদি কোন কোম্পানী কর্তৃক বা উহার বিপড়ে কৃত বা সম্পাদিত হয়, তাহা হইলে উহা কোম্পানীর অবলুপ্তিকালে উহার পাওনাদারগণের প্রতারণামূলক অগ্রাধিকার বলিয়া গণ্য তে হইবে এবং সে কারণে উহা অবৈধ হইবে। o § (২) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, আদালত কর্তৃক বা আদালতের তত্ত্বাবধান সাপেড়েগ কোন কোম্পানীর অবলুপ্তির জন্য আবেদন পেশ করা হইলে এবং স্বেচ্ছাকৃত অবলুপ্তির ড়োত্রে সেই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হইলে, উক্ত আবেদন পেশ বা সিদ্ধান্ত গ্রহণকে কোন একক ব্যক্তির দেউলিয়াপনার কাজ বলিয়া গণ্য করিতে হইবে। o (৩) পাওনাদারগণের সুবিধার জন্য কোন কোম্পানী উহার সকল সম্পত্তি (void) & o N কতিপয় ড়েগত্রে ৩২৮। (১) আদালত কর্তৃক বা আদালতের তত্ত্বাবধান সাপেড়ে কোন "" কোম্পানীর অবলুপ্ত হইতেছে এইরূপ ড়োত্রে অবলুপ্তি আরম্ভ হওয়ার পর - *** - - আদালতের অনুমতি ব্যতীত কোম্পানীর কোন সম্পত্তি বা মালামাল ক্রোক, আটক (distress) বা ডিক্রিজারী কার্যকর করার ব্যবস্থা গ্রহণ অথবা আদালতের অনুমতি ব্যতীত ঐগুলি বিক্রয় করা হইলে তাহা ফলবিহীন হইবে। (২) এই ধারার কোন কিছুই সরকার কর্তৃক গৃহীত কোন কার্যধারার ড়েঙ্গত্রে প্রযোজ্য হইবে না। অবলুপ্তি আরম্ভের পর ੋ। কোন কোম্পানীর অবলুপ্তি আরম্ভ হওয়ার নব্বই দিনের মধ্যে উহার স্ব” গর্শের পশি গৃহীত উদ্যোগ কিংবা সম্পত্তির উপর কোন প্রবাহমান চার্জ সৃষ্টি করা হইলে, যদি ुश अगाडि ना झु যে চার্জ সৃষ্টির অব্যবহিত পর কোম্পানীর অবস্থা স্বচ্ছল সৃষ্টির পর চার্জের বিনিময়ে কোম্পানীকে কোন নগদ অর্থ প্রদত্ত হইয়া থাকিলে Q সেই পরিমাণ অর্থ এবং সেই অর্থের উপর অনধিক বার্ষিক শতকরা পাঁচ টাকা o হারে প্রদত্ত সুদ অবৈধ হইবে না। সুপ্তিরসাধরণ ৩৩০। (১) আদালত কর্তৃক কিংবা আদালতের তত্ত্বাবধানে অবলুপ্তির ড়ে ऽ२*क्रॆिनॊबॆर्नेन গত্রে আদালতের অনুমতি লইয়া, এবং স্বেচ্ছাকৃত অবলুপ্তির ড়েঙ্গত্রে কোম্পানীর অসাধারণ সিদ্ধান্তাবলে, লিকুইডেটর নিম্নলিখিত যে কোন অথবা সকল কাজ করিতে পারিবেন – (ক) যে কোন শ্রেণীর পাওনাদারগণের পাওনা সম্পূর্ণরূপে পরিশোধ;
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৭০
অবয়ব