পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○br8 কোম্পানী আইন, ১৯৯৪ সময়সীমা অতিক্রমের ৩৫০ । যে সকল দলিল, রিটার্ণ, বিবরণী বা কোন তথ্য বা ঘটনা এই "#", আইনের বিধান অনুসারে রেজিষ্ট্রীরের নিকট নিবন্ধন, দাখিল, বা লিপিবদ্ধ বা নথিভুক্ত করিতে হয় বা তাহা করা যায়, সেইগুলি, নির্দিষ্ট সময়ের পরও উক্ত তফসিলে বিনির্দিষ্ট বিলম্বজনিত ফিস প্রদানপূর্বক দাখিল, নিবন্ধন, লিপিবদ্ধ বা নথিভুক্ত করা যাইবে, তবে বিলম্বজনিত কোন দায়-দায়িত্ব থাকলে তাহা শুধু è বিলম্ব ফিস প্রদানের দ্বারা মওকুফ হইবে না। èst No. সপ্তম খণ্ড o সাবেক কোম্পানী আইনের অধীন গঠিত ও নিবন্ধিকৃত কোম্পানীর ড়েগত্রে এই আইনের প্রয়োগ <o সাবেক কোম্পানী ৩৫১। বিদ্যমান কোম্পানীসমূহের ড়েগত্রে এই ईन, श्राताकि धावा

" সীমিতদায় কোন কোম্পানী ব্যতীত যে কোন সীমিতদায় কোম্পানীর ড়োত্রে এই আইনের প্রয়োগ সেই একইরূপে প্রযোজ্য হইবে, যেন শেষোক্ত কোম্পানী এই আইনের অধীন শেয়ার দ্বারা সীমিতদায় কোম্পানী হিসাবে গঠিত ও নিবন্ধিকৃত হইয়াছে এবং কোন বিদ্যমান কোম্পানী গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী হইলে, এই আইন সেই একইরূপে প্রযোজ্য হইবে যেন কোম্পানীটি এই আইনের অধীনে গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী হিসাবে গঠিত এবং নিবন্ধিকৃত হইয়াছে; এবং সীমিতদায় ব্যতীত অন্য যে কোন বিদ্যমান কোম্পানীর ড়েগত্রে এই আইন সেই একইরূপে প্রযোজ্য হইবে যেন কোম্পানীটি এই আইন অনুযায়ী একটি

অসীমতায় কোম্পানীহিৰে গঠিত ও নিক্তি হইয়াছে o (ক) তফসিল-১ এর কোন কিছুই এই আইন প্রবর্তনের পূর্বে কোন সময়ে বলবৎ কোন আইনের অধীন গঠিত বা নিবন্ধিকৃত কোন কোম্পানীর ড়ে o গত্রে প্রযোজ্য হইবে না; o o (খ) নিবন্ধন তারিখের উলেস্নখ ব্যক্ত বা বিবেচিত যেভাবেই থাকুক না কেন, N তদ্বারা এই আইন প্রবর্তনের পূর্বে যে কোন সময়ে বলবৎ কোন আইনের অধীন যে তারিখে কোম্পানী নিবন্ধিকৃত হইয়াছিল সেই Q তারিখের উলেস্নখ বুঝাইবে।

്. ಫ್ಲ ৩৫২। এই আইন প্রবর্তনের পূর্বে যে কোন সময় বলবৎ কোন আইনের ఫి;: a. অধীনে নিবন্ধিকৃত হইয়াছিল কিন্তু বাস্তাবে গঠিত হয় নাই এইরূপ প্রত্যেক CŞ নয় এইরূপ কোম্পানীর ড়েগত্রে, এই আইন সেই একইভাবে প্রযোজ্য হইবে যেভাবে উহা
  • লিখন" ড়োর প্রযোজ্য হইবে বলিয়া এই আইনে ঘোষিত হইয়াছে