পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○bや কোম্পানী আইন, ১৯৯৪ (ঙ) যে ড়োত্রে একটি কোম্পানীর সদস্যদের দায়-দায়িত্ব সংসদ প্রণীত আইন দ্বারা সীমিত করা হয় নাই, সেই ড়োত্রে কোম্পানীটিকে যদি সীমিতদায় কোম্পানী হিসাবে নিবন্ধিকৃত করার প্রয়াস থাকে, তবে (ঘ) দফায় উলেস্নখিত সংখ্যাগরিষ্ঠের সম্মতি বলিতে সংশিল্পষ্ট সভায় উপস্থিত সদস্যগণের কমপড়ো তিন-চতুর্থাংশ সদস্যের ব্যক্তিগত NONপ্রক্সির মাধ্যমে প্রদত্ত সম্মতিকে বুঝাইবে; ് (চ) যে ড়োত্রে কোন কোম্পানীকে গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানী হিসাবে নিবন্ধিকৃত করার প্রয়াস থাকে, সেড়োত্রে এইরূপ নিবন্ধনের পড়ো সম্মতি জ্ঞাপনার্থে উক্ত কোম্পানীর সভায় গৃহীত সংশিল্পষ্ট সিদ্ধান্ত্রে এই মর্মে ঘোষণা থাকতে হইবে যে, প্রত্যেক ব্যক্তি কোম্পানীর সদস্য থাকাকালে কিংবা তাহার সদস্যতা অবসানের এক বৎসরের মধ্যে কোম্পানী অবলুপ্তি হইলে সদস্যপদ অবসানের পূর্বে কোম্পানীর ঋণ ও দায়-দেনা পরিশোধের জন্য, কোম্পানী অবলুপ্তির খরচপত্রাদি মিটাইবার জন্য এবং - প্রদায়কগণের পারস্পরিক একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত অর্থ প্রদান করিবার অংগীকার করিতেছেন। No © (২) যেঙ্গেত্রে আনুষ্ঠানিক ভোট (Poll) গ্রহণ দাবী করা হয় সেড়োত্রে এই ধারার অধীন সংখ্যাগরিষ্ঠতা নিরূপিত হইবে কোম্পানীর প্রত্যেক সদস্য সংঘবিধি অনুযায়ী যতসংখ্যক ভোটদানের অধিকার সেই সংখ্যার ভিত্তিতে। জয়েন্ট ষ্টক V)○○ | (১) এই খন্তে যে সকল বিবান শেয়ার বাবা সীমিতদায় প" কোম্পানীরূপে কোন কোম্পানীকে নিবন্ধনের সহিত সংশিল্পষ্ট, সেই সকল বিধানের উদ্দেশ্য পূরণকল্পে, জয়েন্ট-ষ্টক কোম্পানী বলিতে এমন একটি কোম্পানীকে বুঝাইবে o so (ক) যাহার একটি স্থায়ী শেয়ার-মূলধন সম্পূর্ণ পরিশোধিত বা নামিক-মূলধন so হিসাবে রহিয়াছে এবং উক্ত মূলধন নির্দিষ্ট সংখ্যক শেয়ারে বিভাজিত ও SS প্রতিটি শেয়ারের মূলধন নির্দিষ্ট টাকার অংকে প্রকাশিত রহিয়াছে এবং ༄་་་་་ শেয়ারগুলি এমন যে উহা ধারণযোগ্য এবং হস্তান্তরযোগ্য, অথবা Q শেয়ারগুলি এইরূপ শ্রেণীতে বিভক্ত যে উহাদের কিছু একভাবে এবং - § বাকীগুলি অন্যভাবে ধারণযোগ্য; এবং o (খ) কোম্পানীটি এই নীতিরভিত্তিতে গঠিত হইয়াছে যে, উহার শেয়ার বা e$ ষ্টকের ধারকগণই শুধু উহার সদস্য হইবেন, অন্য কেহ নহে। (২) এইরূপ কোম্পানী সীমিতদায় সম্পন্ন হিসাবে এই আইনের অধীন নিবন্ধিকৃত হইলে উহা শেয়ার দ্বারা সীমিতদায় কোম্পানী বলিয়া গণ্য হইবে।