পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ \סb ף ৩৫৬। কোন জয়েন্ট-ষ্টক কোম্পানী এই খণ্ডের বিধান অনুযায়ী নিবন্ধনের (ক) ঐ সকল ব্যক্তির নাম, ঠিকানা এবং পেশা উলেস্নখপূর্বক একটি তালিকা সদস্য ছিলেন এবং তৎসহ তাহদের ধারণকৃত শেয়ার বা ষ্টকের পরিমাণ এবং এইরূপ শেয়ারের চিহ্নিতকারী কোন নম্বর থাকিলে সেই নম্বর; (খ) কোম্পানীর গঠন বা নিয়ন্ত্রণের বন্দোবস্তকারী দলিল (deed of settlement) *forms চুক্তি (contract of co-partnery) Woloss জয়েন্ট-ক্টক কোম্পানীর নিবন্ধনের জন্য প্রয়োজনীয় বিষয়াদি অন্যবিধ দলিলের অনুলিপি; এবং o (*) স্পেনীট যদি একটি সমতু কোম্পানী হবে নতি ১ তুভিতে হয় তাহা হইলে মিলখিত বিষয় উল্লেখপূর্বক একটি বিবরণী:- & ~ (অ) কোম্পানীর নামিক শেয়ার-মূলধন, এবং যত সংখ্যক শেয়ারে ইহা বিভক্ত তাহর সংখ্যা কিংবা যে পরিমাণ ষ্টক লইয়া উক্ত মূলধন গঠিত সেই পরিমাণ; ംര് (আ) গৃহীত শেয়ারের সংখ্যা এবং শেয়ার-প্রতি কত টাকা পরিশোধিত উহার পরিমাণ; o Q, (ই) নামের শেষ শব্দ হিসাবে লিমিটেড বা সীমিতদায় শব্দটিসহ কোম্পানীর নাম; NY അം (ঈ) কোন কোম্পানীকে গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানীরূপে নিবন্ধিকৃত করা অভিপ্রেত হইলে, গ্যারান্টির পরিমাণ ঘোষণা করিয়া একটি সিদ্ধান্ত। o ിപ്പ് ৩৫৭। এই খণ্ডের বিধান অনুযায়ী জয়েন্ট-ষ্টক কোম্পানী নহে এমন কোন জয়েন্ট-স্টক কোম্পানী কোম্পানী নিবন্ধনের উদ্দেশ্যে রেজিষ্ট্রারের নিকট নিম্নবর্ণিত দলিলপত্র দাখিল னே করিতে যথা:– জন্য প্রয়োজনীয় বিষয়াদি ད། (༠) কোম্পানীর পরিচালকগণের নাম, ঠিকানা ও পেশা উলেস্নখপূর্বক একটি ు శా o (খ) কোম্পানীর গঠন ও নিয়ন্ত্রণের বন্দোবস্তত্যকারী দলিল, শরিকানা চুক্তি ost অথবা অন্যবিদ কোন দলিলের অনুলিপি; এবং (গ) কোন কোম্পানীকে গ্যারান্টি দ্বারা সীমিতদায় কোম্পানীরূপে নিবন্ধিকৃত করা অভিপ্রেত হইলে গ্যারান্টির পরিমাণ ঘোষণা করিয়া একটি সদ্ধান্ত।