পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○あ8 কোম্পানী আইন, ১৯৯৪ (২) এই খণ্ডের কোন কিছুই অন্য কোন আইনের (enactment) এমন বিধানের কার্যকরতাকে ভূগ্নে করিবে না যে বিধানে অংশীধারী কারবার বা সমিতি অথবা কোম্পানীর অবলুপ্তির ব্যবস্থা আছে, এবং একইভাবে এই আইনের দ্বারা রহিতকৃত আইনের অধীনে কোম্পানী হিসাবে বা অনিবন্ধিকৃত কোম্পানী হিসাবে কোথাও উক্ত বাতিলকৃত আইন বা উহার কোন বিধানের উলেস্নখ বলি - সেইখানে এই আইন বা উহার সদৃশ (Corresponding) বিধানটি উলেল্লখিত ১৩ হইয়াছে গণ্য করিতে হইবে। * ৩। যে ড়েগত্রে বাংলাদেশের বাহিরে নিগমিত কোন কোম্পানী বাংলাদেশে উহার কার্যাবলী পরিচালনা করিতে থাকাবস্থায় উক্ত কার্যাবলী বন্ধ হইয়া যায়, সে ড়েগত্রে এই খণ্ডের বিধান অনুযায়ী একটি অনিবন্ধিকৃত কোম্পানী হিসাবে উহাকে অবলুপ্ত করা যাইতে পারে, যদিও যে দেশের আইন অনুযায়ী কোম্পানীটি নিগমিত হইয়াছিল সেই আইন বলে উহা ইতিপূর্বেই বিলুপ্ত হইয়া (dissolved) গিয়াছে অথবা অন্য কোনভাবে কোম্পানীর অস্তিত্বের অবসান ঘটিয়াছে। ---. অনিবন্ধিকৃত কোম্পানী ৩৭৩। (১) অনিবন্ধিকৃত কোম্পানী অবলুপ্তির ড়েগত্রে, এমন প্রত্যেক অবলুপ্তির ড়েগত্রে ব্যক্তিকে প্রদায়ক হিসাবে গণ্য করা হইবে যিনি কোম্পানীর কোন ঋণ অথবা দায়-দেনা পরিশোধের জন্য অথবা উহা পরিশোধে অংশ গ্রহণের জন্য অথবা কোম্পানীর সদস্যদের পারস্পরিক অধিকারের সমন্বয় সাধনের জন্য, যে কোন পরিমাণ অর্থ প্রদান করিতে কিংবা অর্থ প্রদানে অংশ গ্রহণ করিতে অথবা কোম্পানী অবলুপ্তির ব্যয় নির্বাহ করিতে অথবা নির্বাহে অংশ গ্রহণ করিতে দায়ী, এবং এইরূপ ঋণ ও দায়-দেনার ব্যাপারে যত টাকা তাহার নিকট প্রাপ্য হয় তত টাক কোম্পানী স্পিল প্ৰদান করতে থাক বাধানি। (২) যে ড়োত্রে কোন প্রদায়কের মৃত্যু হয় অথবা প্রদায়ক দেউলিয়া ঘোষিত হন, সেড়োত্রে মৃত প্রদায়কের বৈধ প্রতিনিধি ও উত্তরাধিকারীগণের উপর এবং হইবে। – o কতিপুয় কার্যধারা ২০° ৩৭৪। কোন কোম্পানী অবলুপ্তির জন্য আবেদন পেশ করার পর যে কোন Fo সময়, তবে অবলুপ্তি আদেশদানের পূর্বে, উহার বিরম্নদ্ধে দায়েরকৃত ও অন্যান্য - Ö আইনগত কার্যধারা স্থগিতকরণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত এই আইনের বিধানাবলী S- অনিবন্ধিকৃত কোম্পানীর অবলুপ্তির ড়েঙ্গত্রেও প্রযোজ্য হইবে, যদি উহার কোন o পাওনাদার উক্ত স্থগিতকরণ বা নিয়ন্ত্রণের জন্য আবেদন করিয়া থাকেন এবং যদি \\ উক্ত মামলা বা কার্যধারা কোন প্রদায়কের বিরম্নদ্ধে করা হইয়া থাকে। లచ్గా ৩৭৫ । এই খণ্ডের বিধান অনুযায়ী কোন কোম্পানীর অবলুপ্তি আদেশ প্রদত্ত নিষেধ ব্যতীত, কোম্পানীর কোন প্রদায়কের বিরম্নদ্ধে কোম্পানীর কোন ঋণ সংক্রান্ত মামলা বা অন্য আইনগত কার্যধারা চালাইয়া যাওয়া কিংবা আরম্ভ করা যাইবে না ।