পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o o - o 8>ミ কোম্পানী আইন, ১৯৯৪ ৪ । (১) কোন কোম্পানীর শেয়ার-মূলধনকে যখন বিভিন্ন শ্রেণীর শেয়ারে অধিকারসমূহ, উক্ত শ্রেণীর শেয়ার ইসু'র শর্তে অন্যরূপ কিছু না থাকিলে, এবং কোম্পানী আইন, ১৯৯৪ এর ধারা ৭১-এর বিধান সাপেড়েগ, উক্ত শ্রেণীর তাহাদের একটি পৃথক সাধারণ সভার বিশেষ সিদ্ধান্তোর দ্বারা অনুমোদনক্রমে o (২) উপ-প্রবিধান (১) এ উলিস্নখিত পৃথক সাধারণ সভার ড়েগত্রে, এই প্রবিধানসমূহের সাধারণ সভা সম্পর্কিত বিধানাবলী, প্রয়োজনীয় পরিবর্তনসহ, প্রযোজ্য হইবে; এবং সভার প্রয়োজনীয় কোরামের জন্য এইরূপ দুই ব্যক্তির উপস্থিতি প্রয়োজন হইবে যাহারা উক্ত শ্রেণীর ইসুকৃত শেয়ারের অন্ততঃ একতৃতীয়াকে রক বা প্ররি মাধ্যমে তিনিধিত্বকাক্তি। so ৫। কোম্পানী আইন, ১৯৯৪ এর ধারা ১৪৮ এবং ১৫১ এর বিধানাবলী যতদূর শেয়ার বরাদের ড়েঙ্গত্রে প্রযোজ্য হয়, কোম্পানীর কোন শেয়ার বরাদের ড়ে গত্রে, পরিচালকগণ উক্ত বিধানাবলী ততদুর মানিয়া চলিবেন, এবং কোন শেয়ারে নামিক মূল্যের (Nominal value) কমপড়েঙ্গ শতকরা পাঁচ ভাগ অর্থ শেয়ারের ে লক্ষ এক বােলন লউত ཝ་ལ་སྤྲ་ཕ་གཤ་གཙོར་ཤ་གྲྭགས་་ ৬। কোম্পানীর সদস্য বহিতে যাহাদের নাম সদস্য হিসাবে তালিকাভুক্ত হইয়াছে এইরূপ প্রত্যেক ব্যক্তি বিনামূল্যে কোম্পানীর সাধারণ সীল-মোহরাংকিত এমন একটি সার্টিফিকেট পাইবার অধিকারী হইবেন যাহাতে উক্ত ব্যক্তির শেয়ারের সংখ্যা এবং তজ্জন্য প্রদত্ত অর্থের পরিমাণ উলেস্নখ থাকিবে: -S তবে শর্ত থাকে যে, যৌথ শেয়ারহোল্ডারগণের ড়েগত্রে একাধিক সার্টিফিকেট ২ইসু্য করিতে কোম্পানী বাধ্য থাকিবে না এবং উক্তরূপ শেয়ারহোল্ডারগণের এক বা একাধিক শেয়ারের জন্য তাহদের যে কোন একজনের বরাবরে ইসুকৃত একটি মাত্র সার্টিফিকেট সকলের জন্য যথেষ্ট হইবে। ৭ । যে ড়েঙ্গত্রে কোন শেয়ার সার্টিফিকেট বিকৃত (Defaced), হারাইয়া বা বিনষ্ট হইয়া যায় সেড়েগত্রে-অনধিক পাঁচ টাকা ফিস, যদি ধার্য থাকে, প্রদান করা হইলে, এবং পরিচালকগণ উহার প্রমাণ ও ভূগতিপূরণ সম্পর্কে যেরূপ শর্ত আরোপ করেন তাহা পূরণ করা হইলে উক্ত সার্টিফিকেট নতুনরূপে ইস্যু করা যাইবে। ് পরিবর্তন করা যাইবে। & NQ