পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8ミ> শেয়ারকে ষ্টক-এ রপান্তর ৩১। পরিচালকগণ সাধারণ সভার পূর্বানুমতি লইয়া কোন পরিশোধিত শেয়ারকে ষ্টক-এ এবং যে কোন ষ্টককে যে কোন অংকের পরিশোধিত শেয়ারে রূপান্তার করিতে পারিবেন। NON৩২। কোন শেয়ার ষ্টকে রূপান্তার হওয়ার পূর্বে যে পদ্ধতিতে ও শর্তাধীনে ് এবং যে সকল প্রবিধান সাপেড়েগ উক্ত রূপান্তার করা হইয়াছিল সেই পদ্ধতিতে, No শর্তাধীনে এবং প্রবিধান অনুসারে বা যথাসম্ভব ঐ পদ্ধতি, শর্ত ও প্রবিধান o অনুসারে ষ্টক হোল্ডারগণ তাহাদের ষ্টক বা উহার কোন অংশ হস্তান্তার করিতে পরিবেন, তবে কোম্পানীর পরিচালকগণ হস্তান্তরযোগ্য ষ্টকের নূ্যনতম <o পরিমাণ, উক্ত ষ্টক যে শেয়ার হইতে উদ্ভূত হইয়াছে উহার নামিক মূল্যের পরিমাণ ১ে পর্যন্ত নির্ধারণ করতে পারবেন এবং উক্ত নির্ধারিত ষ্টকের হস্তান্তর নিয়ন্ত্রণবা নিষিদ্ধও করিতে পারিবেন। o ৩৩। ষ্টকহোল্ডারগণ তাহদের ষ্টকের পরিমাণ অনুসারে লভ্যাংশ, (ཨེ་ཨཀགིན་ সভায় ভোটাধিকার প্রয়োগ এবং অন্যান্য বিষয়ে এইরূপ সুযোগ পাইবেন যেন, যে শেয়ার হইতে উক্ত ষ্টক-অংশ (aliquote part of stock) উদ্ভূত হইয়াছে, তিনি সেই শেয়ারের মালিক, কিন্তু কোম্পানীর লভ্যাংশ ও মুনাফার অংশগ্রহণের ড়েগত্রে ব্যতীত এইরূপ কোন বিশেষ সুবিধা তাহাকে দেওয়া যাইবে না যাহা উক্ত লালচে-লালকেলিল। r. ৩৪। কোম্পানীর যে সকল প্রবিধান, শেয়ার ওয়ারেন্ট সংক্রান্ত প্রবিধান ব্যতীত, পরিশোধিত শেয়ারের ড়েগত্রে প্রযোজ্য সেইগুলি ষ্টক-এর ড়েগত্রে প্রযোজ্য হইবে, এবং সকল প্রবিধানে “শেয়ার” ও “শেয়ারহোল্ডার” শব্দগুলিতে যথাক্রমে ‘ষ্টক’ ও ‘ষ্টকহোল্ডার’ শব্দগুলি অন্তৰ্ভূক্ত গণ্য করিতে হইবে। o শেয়ার ওয়ারেন্ট o, ৩৫। (১) কোম্পানী শেয়ার ওয়ারেন্ট ইস্যু করিতে পরিবে এবং তদনুযায়ী পরিচালকগণ তাহদের ইচ্ছাধীন ড়গমতাবলে (discretion) সম্পূর্ণ পরিশোধিত আবেদনক্রমে এবং স্বাড়ারদাতার পরিচিতি সম্পর্কে পরিচালকগণের মতে সময়ে সময়ে প্রয়োজনীয় স্বাড়গ্য প্রমাণ দ্বারা প্রত্যায়িত হইলে এবং শেয়ারের ব্যাপারে ংসার্টিফিকেট থাকিলে তাহা এবং ওয়ারেন্টের উপর ধার্যকৃত ষ্ট্যাম্প ডিউটিযুক্ত :::::::::: গ্রহণ করিয়া এবং কোম্পানীর সীলমোহরযুক্ত করিয়া ও যথাযথ ষ্ট্যাম্প লাগাইয়া উক্ত ওয়ারেন্ট ইসু করিতে পারেন।