পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8\రిvరి (খ) উপযুক্ত এখতিয়ারসম্পন্ন কোন আদালত কর্তৃক মানসিকভাবে অসুস্থ বলিয়া ঘোষিত হন; অথবা (গ) দেউলিয়া ঘোষিত (adjudged) হন, অথবা (ঘ) তাহার শেয়ারের মূল্য তলব করার পর ছয় মাসের মধ্যে তলবের অর্থ পরিশোধ করিতে ব্যর্থ হন; অথবা (ঙ) ব্যবস্থাপনা পরিচালক অথবা ম্যানেজার, অথবা আইন বা কারিগরী উপদেষ্টা-১ অথবা ব্যাংকার হিসাবে ব্যতীত, কোম্পানীর সাধারণ সভার অনুমোদন না লইয়া কোম্পানীর অধীনে কোন লাভজনক পদ (office of profit) গ্রহণ করেন বা উক্ত পদে বহাল থাকেন; অথবা ്യ് .ും് (5) পর পর তিনটি পরিচালক সভায় পরিচালক পরিষদের পূর্বানুমোদন ব্যতীত অনুপস্থিত থাকেন; অথবা s (ছ) কোম্পানীর নিটক হইতে ঋণ গ্রহণ করেন; ཨ་ཙཱ་ཐ།༽ (জ) কোম্পানীর সহিত এমন চুক্তিতে আবদ্ধ হন যাহা কোন মুনাফার সহিত সংশিল্পষ্ট হয় বা উক্ত মুনাফায় তিনি ཨར་ཆ་ལརྩལ། করেন; অথবা (ঝ) རྩལ་མ་ཨ་ཧྥ ཨ་ཕ་ཝ ༩༠༥ ལཱཀྱ་ཨཱཿ ཨཾ་ཨཱཿ ཨཱཿང་ ༢༦༦ ཇར་ ༢ তবে শর্ত থাকে যে, কোন পরিচালক এর পদ শুধু এই কারণে শূন্য হইবে না যে, তিনি অন্য কোন কোম্পানীর সদস্য থাকা অবস্থায় উহা কোন পরিচালক অনুরূপ কোন চুক্তি বা কাজের ড়োত্রে ভোট প্রদান করিতে পারবেন না এবং যদি তিনি এইরূপ ভোট প্রদান করেন, তাহা হইলে তাহার এই ভোট গণনা করা হইবে না হিসাবে ধরা যাইবে না। so পরিচালকগণের আবর্তন c১ ৭৯। কোম্পানীর প্রথম সাধারণ সভায় সকল পরিচালক তাহদের পদ হইতে . സ് SS অবসর গ্রহণ করিবেন এবং পরবর্তীতে প্রতি বৎসর সাধারণ সভায় এক-তৃতীয়াংশ পরিচালক অথবা যদি বিদ্যমান পরিচালকগণের সংখ্যা তিন কিংবা তিনের গুণিতক না হয়, তাহা হইলে এক-তৃতীয়াংশের সর্বনিকটবর্তী সংখ্যক পরিচালক তাহাদের পদ হইতে অবসর গ্রহণ করিবেন। ৮০। পরিচালকগণের মধ্যে যাহারা তাহাদের পদে সর্বশেষ নির্বাচনের সময় হইতে সর্বাপেড়া বেশী সময় অধিষ্ঠিত ছিলেন তাহারা প্রতি বৎসর অবসর গ্রহণ করিবেন; তবে যে ড়েগত্রে উক্ত ব্যক্তিগণ একই দিনে পরিচালক হইয়াছিলেন সেড়ে গত্রে, তাহাদের মধ্যে কাহারা অবসর গ্রহণ করিবেন তৎসম্পর্কে তাহারা যদি নিজেদের মধ্যে মতৈক্যে না পৌঁছেন তাহা হইলে বিষয়টি লটারীর মাধ্যমে নিরূপিত হইবে। NQ- - ്