বিষয়বস্তুতে চলুন

পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ (২) সংঘবিধি অনুসারে কোন কোম্পানীর সদস্য সংখ্যা ২০ এর অধিক কিন্তু ১০০ এর অনধিক না হইলে, উক্ত (৩) সংঘবিধি অনুসারে কোন কোম্পানীর সদস্য সংখ্যা ১০০ এর অধিক কিন্তু অসীমিত বলিয়া উহাতে উলিস্নখিত না ৫০০.০০ টাকা ফিস এবং তৎসহ প্রথম ১০০ জন সদস্যের পর হইতে প্রতি ১০০ কিংবা ১০০ এর কম। সংখ্যক সদস্যের জন্য ফিস .. .. (৪) সংঘবিধিতে কোন কোম্পানীর সদস্য সংখ্যা অসীমিত ফিস (৫) কোম্পানী নিবন্ধিকরণের পর উহার সদস্য বর্ধিত হইলে, উক্ত বৃদ্ধি নিবন্ধনের জন্য উপরের ক্রমিক নং (১), (૨), (৩) ও (৪) এ নির্ধারিত হারে ফিস প্রদেয় হইবে, যেন কোম্পানী নিবন্ধনের সময় বর্ধিত সংখ্যা সংঘবিধিতে উলিস্নখিত ছিল : o তবে শর্ত থাকে যে, কোন কোম্পানীকে উহার সদস্য সংখ্যার ব্যাপারে কোম্পানী প্রথম নিবন্ধনের সময় প্রদত্ত ফিস হিসাবে ধরিয়া সর্বসাকুল্যে ১৫০০.০০ টাকার অধিক ফিস প্রদান করিতে হইবে না।

    • (৬) নিবন্ধনের ড়োত্রে এই আইনের অধীনে যে সকল কোম্পানীকে ফিস প্রদান হইতে অব্যাহতি দেওয়া হইয়াছে সেই সকল কোম্পানী ব্যতীত যে কোন বিদ্যমান

হইবে, যাহা একটি নতুন কোম্পানী নিবন্ধনের জন্য প্রদেয় হয়। S) బ్రొత్గా ് সারাংশ কিংবা কোম্পানী অবলুপ্তির ড়োত্রে লিকুইডেটর কর্তৃক রেজিস্ট্রারের নিকট প্রয়োজনীয় যে বিবৃতি দাখিল করিতে হয় তাহা ব্যতীত, এই আইনের অধীন প্রয়োজনীয় বা অনুমোদিত যে কোন দলিল দাখিলের জন্য ফিস (ক) সংঘ-স্মারকের জন্য .. .. .. 88S) ○○○.○○ NON് ○○.○○ * ് ...tooSGroo.oo N * ് Уoо.оo