পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CŞ SR 8(?○ কোম্পানী আইন, ১৯৯৪ ৮। কোম্পানীর শেয়ার অথবা ডিবেঞ্চার চাঁদা দানের জন্য কোন চুক্তি বা TTotès (arrangement) of GEF প্রস্তাবিত চুক্তি বা সমঝোতার অধীনে কোন ব্যক্তিকে অগ্রাধিকার বা ইচ্ছামূলক (optional) অধিকার প্রদান করা হইলে বা প্রদানের প্রস্তাব করা হইলে সেড়েগত্রে অনুরূপ শেয়ার বা ডিবেঞ্চারের সংখ্যা বিবরণ এবং পরিমাণ (মূল্যের) এবং তৎসহ উক্ত অগ্রাধিকার বা ইচ্ছামূলক অধিকারের নিম্নলিখিত বিবরণ। ് (ক) যে সময়ের মধ্যে উক্ত অগ্রাধিকার বা ইচ্ছামূলক অধিকার প্রয়োগযোগ্য ് হইবে: Q (খ) উক্ত অগ্রাধিকার বা ইচ্ছামূলক অধিকারের অধীনে শেয়ার বা ডিবেঞ্চারের ് জন্য চাঁদা হিসাবে প্রদেয় মূল্য; Co(গ) উক্ত অগ্রাধিকার বা ইচ্ছামূলক অধিকারের পণস্বরূপ কোন অর্থ প্রদান o করা হইয়া থাকিলে বা প্রদেয় হইলে তাহা; s (ঘ) উক্ত শেয়ার বা ডিবেঞ্চারে যে ব্যক্তিবর্গকে অধিকার দেওয়া হইয়াছে বা দেওয়ার প্রস্তাব করা হইয়াছে তাহদের নাম, ঠিকানা, পরিচয় এবং পেশা এবং যদি বিদ্যমান শেয়ারহোল্ডার বা ডিবেঞ্চার হোল্ডারগণকে উক্ত অগ্রাধিকার বা ইচ্ছামূলক অধিকার বা সুযোগ দেওয়া হইয়া থাকে তাহা হইলে উক্ত হোল্ডারগণের বিবরণ এবং সংশিল্পষ্ট শেয়ার বা ডিবেঞ্চারের সংখ্যা; ○○ (8) উক্ত অধিকার বা ইচ্ছামূলক অধিকার প্রদানের সংগে সংশিল্পষ্ট অন্য কোন মৌলিক বিষয় বা পরিস্থিতির বিবরণ। o ব্যাখ্যা : যে ব্যক্তিকে কোন শেয়ার বা ডিবেঞ্চার বরাদ্দ করা হইয়াছে অথবা বরাদ্দ পাওয়ার ড়োত্রে উক্তরূপ অর্জনের এই প্রবিধানের উদ্দেশ্য পূরণকল্পে, উক্ত শেয়ার বা ডিবেঞ্চারের জন্য চাঁদাদান বলিয়া গণ্য হইবে। あ| নগদে ব্যতীত অন্যভাবে সম্পূর্ণ বা আংশিক পরিশোধিতরূপে যে শেয়ার এবং ডিবেঞ্চার পূর্ববর্তী দুই বৎসরে ইসু্য করা হইয়াছে বা ইসু্য করিতে সম্মতিদান করা হইয়াছে সেই শেয়ার বা ডিবেঞ্চারের সংখ্যা বিবরণ এবং আংশিক পরিশোধিত শেয়ারের ড়েঙ্গত্রে উক্ত পরিশোধের পরিমাণ, এবং সম্পূর্ণ পরিশোধিত বা আংশিক পরিশোধিত উভয় ড়োত্রেই পরিশোধিত মূল্যের পরিমাণ উক্ত শেয়ার বা ডিবেঞ্চার যে পণ্যের বিনিময়ে ইসু্য করা হইয়াছে বা ইসু্য করিতে সম্মতিদান করা হইয়াছে উহার বিবরণ। --പ്പ ১১০। ইসু'র তারিখসমূহ বা প্রস্তাবিত তারিখসমূহ উলেস্নখপূর্বক প্রসপেক্টাস ইসু'র পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে ইসুকৃত প্রতি শেয়ারের উপর প্রিমিয়ার (যদি থাকে) হিসাবে পরিশোধিত বা পরিশোধিতব্য অর্থের পরিমাণ, এবং যে ড়েগত্রে কিছু শেয়ার কোন নির্দিষ্ট প্রিমিয়ামে ইসু্য করা হইয়াছে বা ইসু্য করা হইবে এবং একই শ্রেণীর অপর কিছু শেয়ার কম প্রিমিয়ামে অথবা সমমানে অথবা বাটায় ইসু্য করা হইয়াছে বা ইসু্য করিতে হইবে সেড়োত্রে তারতম্যের কারণ এবং কিভাবে কোন প্রিমিয়াম গৃহীত হইয়াছে এবং নিস্পত্তি করিতে হইবে তাহার কারণ।