পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8(?や ১৩। কোম্পানীর কোন উদ্যোক্তা বা কর্মকর্তা কোন শেয়ার বা ডিবেঞ্চারে কোন ব্যক্তি কর্তৃক করা বা চাঁদাদান করিতে সম্মত হওয়া অথবা চাঁদা সংগ্রহ করার জন্য অথবা চাদা সংগ্ৰহ করিতে সম্মত হওয়ার জন্য উপ-অবলিখনকারী (subunderwriter) হিসাবে উক্ত ব্যক্তিকে কমিশনসহ পূর্ববর্তী দুই বৎসরে যে পরিমাণ অর্থ প্রদান করা হইয়াছে বা প্রদেয় হইয়াছে তাহাসহ নিম্নবর্ণিত তথ্যাবলী প্রদান 。 করিতে হইবে; যথা- èst (ক) প্রত্যেক ব্যক্তির নাম, ঠিকানা, পরিচয় এবং পেশা; so (খ) উপরিউক্তভাবে প্রত্যেক অবলিখন বা উপ-অবলিখন সংক্রান্ত অর্থের ് বিবরণ; 9 o (*) উক্ত অনিবা উপঅবস্থািনের জন এতেককে প্রয়ে কমিশনের ৫১ (ঘ) উক্ত ব্যক্তির সহিত অবলিখন বা উপ-অবলিখন সংক্রান্ত চুক্তির অন্য গুরম্নত্বপূর্ণ শর্তাবলী; এবং &o (8) ড়েৰে উক্ত ব্যক্তি কেন কোম্পানী বা ফর্ম হয় ড়েয়ে উক্ত কোম্পানীতে বা ফার্মে প্রসপেক্টাস ইসু্যকারী কোম্পানীর উদ্যোক্তা অথবা কর্মকর্তার প্রত্যঙ্গ বা পরোড়া স্বার্থের ধরন। ১৪। প্রারম্ভিক ব্যয়ের পরিমান বা প্রাক্কলিত পরিমাণ এবং যে সকল ব্যক্তি কর্তৃক ঐ সমস্ত ব্যয় নির্বাহ করা হইয়াছে বা নির্বাহ করিতে হইবে এবং ইসু সংক্রান্ত ব্যয়ের পরিমাণ বা প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ এবং যে সকল ব্যক্তি কর্তৃক ঐ সমস্ততা ব্যয় নির্বাহ করা হইয়াছে বা নির্বাহ করিতে হইবে তাহাদের নাম । So ১৫। কোন উদ্যোক্তাকে পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে যে অর্থ বা সুবিধা প্রদান করা হইয়াছে কিংবা করিতে হইবে তাহা এবং উক্ত ফিসের ফলস্বরূপ যে অর্থ বা সুবিধা প্রদান করা হইয়াছে বা হইবে। ১৬। (১) ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং এজেন্ট অথবা ম্যানেজারের পারিশ্রমিক নির্ধারণ, বা স্থির করিয়া যে চুক্তি করা হয় সেইরূপ প্রত্যেক চুক্তি, তাহা যখনই করা হইয়া থাকুক, অর্থাৎ প্রসপেক্টস ইস্যুর পূর্বের দুই বৎসরের মধ্যেই হােক বা দুই বৎসরের বেশী সময়ের পূর্বে হােক, উক্ত চুক্তির তারিখ, পড়াসমূহ এবং সাধারণ ধরন। (২) কোম্পানী কর্তৃক পরিচালিত বা পরিচালিতব্য বলিয়া অভিপ্রেত ব্যবসার সাধারন গতিতে যে চুক্তি করা হইয়াছে তাহা এবং, যে চুক্তি প্রসপেক্টাস ইসু'র তারিখের দুই বৎসর পূর্বে সম্পাদিত হইয়াছে তাহা ব্যতীত, অন্যান্য প্রত্যেক গুরম্নত্বপূর্ণ চুক্তির তারিখ, পড়গসমূহ এবং সাধারণ ধরন।