পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8@ তফসিল-৩ এর তৃতীয় খণ্ড তফসিলের প্রথম ও দ্বিতীয় খণ্ডের ড়েগত্রে প্রযোজ্য বিধানাবলী ২৭। কোম্পানী যে তারিখে ব্যবসা বা কার্যাবলী আরম্ভ করার অধিকারী হয় উক্ত তারিখ হইতে দুই বৎসর পরে ইসুকৃত প্রসপেক্টসের ড়েঙ্গত্রে সংঘস্মারকে স্বাড়ারদাতাগণের বিস্তারিত বিবরণ এবং তাহদের চাঁদা দানকৃত শেয়ার সম্পর্কিত বিষয়ে প্রবিধান (১) এর যতটুকু সংশিল্পষ্ট ততটুকু এবং কোম্পানীর প্রারম্ভিক ব্যয়ের ব্যাপারে প্রবিধান ১৪-এর যতটুকু সংশিল্পষ্ট হয় ততটুকু প্রযোজ্য হইবে না। o ২৮। এই তফসিলের উদ্দেশ্যে পূরণকল্পে, এমন প্রত্যেক ব্যক্তি বিক্রেতা বলিয়া গণ্য হইবেন, যিনি কোম্পানী কর্তৃক অর্জিতব্য কোন সম্পত্তি ক্রয় বা বিক্রয় এর জন্য বা ক্রয়ের অধিকার লাভের (option of purchase) জন্য এইরূপ চুক্তিতে, শর্তহীনভাবেই হউক বা শর্তযুক্তভাবেই হউক, আবদ্ধ হইয়াছেন যে (ক) প্রসপেক্টাস ইসু'র তারিখে সম্পত্তির ক্রয়মূল্য সম্পূর্ণ পরিশোধিত হয় নাই বা হইবে না; ം് (*) উক্ত ক্রয়মূল্য প্রসপেক্টস দ্বারা চাদ আহবানকৃত শেয়ার ইস্যু বাবদ প্রাপ্ত চাদার অর্থ হইতে সম্পূর্ণ বা আংশিক পরিশোধ করিতে হয় বা টেঙ্কে (*) উক্ত চুক্তির বৈধতা বা বাস্তবায়ন উক্ত শেয়ার ইসু'র ফলাফলের উপর নির্ভর করে। ২৯। কোন সম্পত্তি ইজারার মাধ্যমে কোম্পানী কর্তৃক অর্জনের ড়েঙ্গত্রে এই তফসিল এইরূপে কার্যকরী হইবে যেন ‘বিক্রেতা’ শব্দটিতে ইজারাদাতা এবং ‘ক্রয়মূল্য’ শব্দটিতে উক্ত ইজারার জন্য প্রদত্ত বা প্রদেয় পণ এবং উপ-ক্রেতা' শব্দটিতে উপ-ইজারা গ্রহীতা অন্তর্ভুক্ত হইয়াছে। ৩০। পাচটি অর্থ বৎসরের কম সময়ব্যাপী উহার ব্যবসা বা কার্যাবলী পরিচালনা করিতেছে এইরূপ কোম্পানীর ড়েগত্রে অথবা পাঁচটি অর্থ বৎসরের কম। সময়ব্যাপী পরিচালিত হইতেছে এইরূপ কার্যাবলী বা ব্যবসার ড়েগত্রে, উক্ত কোম্পানী বা কার্যাবলী বা ব্যবসার হিসাবপত্র যদি তদানুসারে পাচ অর্থ বৎসর অপেড়া কম যে কোন সংখ্যক বা সময় (যেমন চার/তিন/দুই/এক) এর জন্য প্রণীত হইয়া থাকে, তবে উক্ত কমসংখ্যক বৎসর বা সময়ের ড়েগত্রেও এই তফসিলের দ্বিতীয় খণ্ডের যাহাতে পাচ অর্থ বৎসরের উলেস্নখ রহিয়াছে উহার বিধান কার্যকর হইবে, যেন উক্ত কম বৎসর বা সময় পাচ অর্থ বৎসরের ন্যায় একই মেয়াদ। NON്