পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8ᏬᏳᏑ S ২ ১০। ক্রমিক নং ৯ এ উলিস্নখিত সম্পত্তি ১০ । (ক) লেনদেনের সংড়ি সম্পর্কিত লেনদেন, যাহা বিবরণীর তারিখের গপ্ত বিবরণ এবং যাহারা - উক্ত সম্পত্তির পরিচালক ইত্যাদিগণের - বিক্রেতা/প্রস্তাবকারী অথবা যাহারা ঐ সময়ে স্বার্থের বিবরণ . . . . . . . . ് কোম্পানীর উদ্যোক্তা, পরিচালক অথবা ~ প্রস্তাবিত পরিচালক ছিলেন তাহাদের উক্ত o লেনদেনে প্রত্যড়গ বা পরোড়গ কোন স্বার্থ ് থাকিলে উহার সংড়িগপ্ত বিবরণ। Co. ১১। (ক) কোম্পানীর কোন শেয়ার বা ১১। (ক) কমিশন হিসাবে ডিবেঞ্চার চাদা দানের জন্য অথবা চাদাদানে প্রদত্ত অর্থ: - - - - - - - - সম্মতি দেওয়ার জন্য অথবা চাদাদাতা সংগ্রহে টাকা । বা প্রদেয় থাকিলে তাহার পরিমাণ। च्नका - - - - - - - - o (খ) কমিশনের শতকর হার। ২০ (খ) কমিশনের শতকর হার (গ) কমিশনের বিনিময়ে কোন শেয়ারে (গ) শেয়ার সংখ্যা প্রদান করিয়া থাকিলে উহার সংখ্যা। ১২। কোন ব্যবসা বা কর্মকাণ্ড অর্জনের ১২ প্রস্তাব থাকিলে, তৎসম্পর্কিত একটি বিবৃতি আলাদা কাগজে দাখিল করিতে হইবে, এবং পাচটি অর্থ বৎসরে উক্ত ব্যবসা বা কর্মকাণ্ড হইতে প্রতি বৎসর অর্জিত মুনাফার পরিমাণ এবং সেই বিষয়ে হিসাব নিরীড়গকগণের একটি প্রেত্যয়ন পত্র থাকিতে হইবে: o তবে শর্ত থাকে যে, কোন ব্যবসা বা Q কর্মকাণ্ড পাঁচ বৎসরের কম যে কোন সংখ্যক অর্থ বৎসরের (যথা, চার/তিন/দুই/এক) জন্য o থাকিলে এই ক্রমিকের উপরোক্ত বিধান উক্ত § কম সময়ের জন্য ও একইরূপে কার্যকর হইবে এবং এইরূপ যে কোন ড়েগত্রে উক্ত ব্যবসা বা কর্মকাণ্ড কতদিন যাবৎ চলিতেছে তাহাও উক্ত বিবৃতিতে লিপিবদ্ধ করিতে হইবে।