পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8୯୬୪ର୍ଚ୍ଚ (২) উক্ত অন্য নিগমিত সংস্থার কোন অধীনস্থ কোম্পানী না থাকিলে, অনুচ্ছেদ (১)-এ উলেস্নখিত প্রতিবেদনে নিম্নবর্ণিত বিষয়াদি বিধৃত থাকবে, যথা: (ক) রেজিষ্ট্রারের নিকট প্রতিবেদন দাখিলের অব্যবহিত পূর্ববর্তী পাঁচটি অর্থ বৎসর পর্যন্ত সময়ের লাভ-ড়াতির বর্ণনা প্রতি অর্থ বৎসর ভিত্তিতে, এবং & (খ) সর্বশেষ যে তারিখ পর্যন্ত উক্ত সংস্থর পরিসম্পদ ও দায়দারে - হিসাব প্রণীত হইয়াছে সেই তারিখে উহার পরিসম্পদ ও দায়-দায়িত্বের বর্ণনা। ত ostò (৩) উক্ত অন্য নিগমবদ্ধ সংস্থার এক বা একাধিক অধীনস্থ কোম্পানী থাকিলে, উপ-অনুচ্ছেদ (১)-এর উলেস্নখিত প্রতিবেদনটিতে নিম্নবর্ণিত বিষয়াদি বিধৃত থাকিবে, যথা:- o - (ক) উপ-অনুচ্ছেদ (২) এর বিধান অনুসারে উক্ত সংস্থার লাভ ও ডুগতি পৃথকভাবে উলেস্নখ ছাড়াও নিম্নবর্ণিত বিষয়াদি, যথা: o (অ) উক্ত সংস্থার সদস্যদের স্বার্থ সংশিল্পষ্ট রহিয়াছে এইরূপ সামগ্রিক লাভ-ড়াতি, যাহাতে উক্ত সকল অধীনস্থ কোম্পানীর লভ বাড়তি অন্তর্ভুক্ত থাকিবে, অথবা (আ) পৃথক-পৃথকভাবে প্রত্যেক অধীনস্থ কোম্পানীর এমন লাভ বা ডুগতি, যাহাতে উক্ত সংস্থার সদস্যদের স্বার্থ সংশিল্পষ্ট রহিয়াছে (খ) দফা (ক) অনুসারে উক্ত সংস্থার লাভ-ড়াতির পৃথক বর্ণনার পরিবর্তে উহার অধীনস্থ বা কোম্পানীসমূহের সামগ্রিক লাভ-ড়াতির যে অংশে తెకా সংস্থার সদস্যদের স্বার্থ সংশিতুষ্ট সেই অংশসহ উক্ত সংস্থার o সামগ্রিক লাভ-ড্রগতির বর্ণনা; ত(গ) উপ-অনুচ্ছেদ (২) অনুসারে উক্ত সংস্থার পরিসম্পদ ও দায়-দায়িত্বের so পৃথক বিবরণ ছাড়াও নিম্নবর্ণিত বিষয়াদির বিবরণo (অ) উক্ত সংস্থার অধীনস্থ সকল কোম্পানীর সামগ্রিক পরিসম্পদ - - ও দায়-দায়িত্ব। Q (আ) পৃথক-পৃথকভাবে প্রতিটি অধীনস্থ কোম্পানীর পরিসম্পদ ও § দায়-দায়িত্ব। N- (ঘ) কোম্পানীর সদস্যগণ ব্যতীত অন্য কোন ব্যক্তিকে উক্ত অধীনস্থ -് কোম্পানীসমূহের পরিসম্পদ ও দায়-দায়িত্বের ব্যাপারে সুবিধাদির বিবরণ।