পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোম্পানী আইন, ১৯৯৪ 8brԳ ২। পাঁচটি অর্থ বৎসরের কম সময়ব্যাপী পরিচালিত কোন ব্যবসার ড়েগত্রে, অথবা পাঁচটি অর্থ বৎসরের কম সময়ব্যাপী ব্যবসা পরিচালনা করিতেছে এইরূপ নিগমিত সংস্থার ড়েগত্রে উক্ত ব্যবসা বা সংস্থার হিসাবপত্র যদি পাঁচটি অর্থ বৎসর অপেড়া কম যে কোন সংখ্যক অর্থ বৎসরের (যেমন: চার/তিন/দুই/এক) জন্য প্রণীত হইয়া থাকে তবে উক্ত কম সময়ের হিসাবের ড়েগত্রেও এই তফসিলের দ্বিতীয় খণ্ডের বিধানাবলী কার্যকর হইবে যেন উক্ত কম সময় পাচ অর্থ বৎসরের , ് ন্যায় একই মেয়াদ। ৩। এই তফসিলের দ্বিতীয় খণ্ডের বিধান অনুসারে আবশ্যকীয় যে কোন প্রতিবেদনে- ാ (ক) উলেস্নখিত লাভ-ড়াতি, পরিসম্পদ ও দায়-দায়িত্ব সম্পর্কিত যে কোন সমন্বয় সাধনের ইঙ্গিত টীকার মাধ্যমে প্রতিবেদনকারী উলেস্নখ করিবেন, অথবা S\ so (খ) দফা (ক) তে উলেস্নখিত সমন্বয় সাধন করতে হইবে এবং উহাদের ইঙ্গিতও থাকিতে হইবে। • Co ৪ । এই তফসিলের দ্বিতীয় খণ্ডের বিধান অনুসারে হিসাবরড়ঙ্গকগণ কর্তৃক প্রণীত হওয়া আবশ্যক হয় এইরূপ সকল প্রতিবেদন (ক) এই আইন অনুসারে কোম্পানীর নিরীড়াক হিসাবে নিয়ােগযোগ্য হিসাবরক্তৃক কর্তৃক প্রণীত হইবে এবং (*) এমন কোন হিসাবরড়াক কর্তৃক প্রণীত হইবে না, যিনি উক্ত কোম্পানীতে বা উহার অধীনস্থ বা নিয়ন্ত্রণকারী কোম্পানীতে কিংবা উক্ত নিয়ন্ত্রণকারী কোম্পানীর অপর কোন অধীনস্থ কোম্পানীতে কর্মকর্তা বা অন্যবিদ ২০ কর্মচারী হিসাবে কর্মরত আছেন বা যিনি উক্ত কর্মকর্তা বু কর্মচারীর Q. অধীনে কর্মরত আছেন বা যিনি উক্ত কর্মকর্তা বা কর্মচারীর একজন so অংশীদার। - Co- ولكــكــة ব্যাখ্যা-এই অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে কর্মকর্তা বলিতে কোম্পানীর একজন Q অন্তর্ভুক্ত হইবে না। -