পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ミbr (ঝ) (88) (ট) (3) (ড) (5) কোম্পানী আইন, ১৯৯৪ যে সকল ড়েীত্রে অগ্রসরমান কাজ রহিয়াছে সেই সকল ড়োত্রে হিসাব সময়ের শুরম্নতে এবং শেষে যে পরিমাণ কাজ সম্পন্ন হইয়াছে সেই পরিমাণমূহ; স্থায়ী পরিসম্পদের অবচয়, নবায়ন বা মূলহোসের জন্য যে পরিমাণ অর্থের ব্যবস্থা রাখা হইয়াছে সেই পরিমাণ যদি অবচয়জনিত খরচের মাধ্যমে এইরূপ ব্যবস্থা রাখা না হইয়া থাকে, তাহা হইলে অনুরূপ ব্যবস্থা রাখিতে যে পদ্ধতি অবলম্বন করা হইয়াছে; তাহা; যদি অকুয়ের জন্য কোন ব্যবস্থা রাখা না হয় তাহা হইলে এইরূপ ব্যবস্থান রাখার বিষয়টি বর্ণনা করিতে হইবে এবং আইন মোতাবেক বাকী অরচয়ের পরিমাণ হিসাব করতঃ একটি টাকার মাধ্যমে প্রকাশ করতে হইবে ত৭ ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং এজেন্ট এবং ম্যানেজার, যদি থাকেতাহাদিগকে প্রদত্ত বা প্রদেয় সুদের পরিমাণ, যদি থাকে, পৃথকভাবে, উলেসুখকরতঃ কোম্পানীর ডিবেঞ্চার এবং অন্যান্য স্থায়ী ঋণ অর্থাৎ যে সমস্ততা ঋণ নির্দিষ্ট সময়কালের জন্য সেই সমস্তত্ব ঋণের উপর সুদের পরিমাণ; কোন ড়োত্রে কর হইতে রেয়াত, যদি থাকে, এর কারণে আয়কর দিতে হইলে, সেই আয়করসহ (যদি সম্ভব হয়) মুনাফার উপর প্রদত্ত আয়কর এবং উহার জন্য প্রদত্ত চার্জ এবং সম্ভব হইলে আয়কর ও অন্যান্য করের পৃথক পৃথক পরিমাণ সেই পরিমাণ অর্থ, যাহা- ൽ > (অ) শেয়ার মূলধন পরিশোধের জন্য সংড়িত এবং (আ) ঋণ পরিশোধের জন্য সংরড়িাত ~) (অ) কোন গুরুত্বপূর্ণ অংকের অর্থ রিজার্ভ হিসাবে পৃথক করিয়া রাখবেন বা ব্যালান্স শীট প্রণয়নের তারিখে বিদ্যমান বলিয়া জ্ঞাত কোন সুনির্দিষ্ট দায় গত অর্থ উক্ত মোট পরিমাণে অন্তর্ভুক্ত করা যাইবে না; দেন সূৰ্য বায়ু শুধু প্ৰক্ষিত অর্থপকের উদেশে সংড়ি - N. ১২ (খ) উক্ত রিজার্ড হইতে উত্তেলিত অর্থের সর্বমােট পরিমাণ যদি গুরুত্বপূর্ণ o SON o () so (ত) অংকের হয়; (অ) সুনির্দিষ্ট দায়-দেনা সম্ভাব্য ব্যয় অথবা প্রতিশ্রশ্নতি পূরণের উদ্দেশ্যে পৃথক করিয়া রাখা অর্থের সর্বমোট পরিমাণ, যদি উহা গুরম্নত্বপূর্ণ অংকের হয়; (আ) উক্ত পৃথক করিয়া রাখা অর্থ হইতে উত্তোলিত অর্থের সর্বমোট পরিমাণ, যাহা গুরম্নত্বপূর্ণ অংকের অথচ যাহার প্রয়োজন আর নাই; নিম্নবর্ণিত প্রত্যেকটি খাতের অধীনে নির্বাহীত ব্যয়, পৃথকভাবে প্রত্যেকটি খাতের জন্য (১) মজুত দ্রব্যাদি এবং অতিরিক্ত যন্ত্রাংশের ব্যবহার; (২) শক্তি ও জ্বালানী;