পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(\రివ 어 | কোম্পানী আইন, ১৯৯৪ উৎপাদিত প্রত্যেক শ্রেণীর পণ্যের জন্য টীকার মাধ্যমে বিস্তারিত সংখ্যাভিত্তিক তথ্যাদি বিধৃত থাকিবে, যথা (ক) (*!) (*) টীকাসমূহ : (S) (S) (5) লাইসেন্সকৃত উৎপাদন ড্ৰামতা, যেড়োত্রে লাইসেন্স বলবৎ আছে; স্থাপনকৃত উৎপাদন ড্ৰামতা; এবং ് - প্রকৃত উৎপাদন। o N è লাভ ও ড়তি হিসাব যে বৎসর সম্পর্কিত সেই বৎসরের শেষ তারিখে কোম্পানীর লাইসেন্সকৃত উৎপাদন ড্ৰামতা এবং স্থাপনকৃত উৎপাদন ডু গমতা যাহা ছিল, তাহা যথাক্রমে (ক) ও (খ) দফার বিপরীতে উলেস্নখ করিতে হইবে। o _{ দফা (গ) এর বিপরীতে বিক্রয়ের জন্য সম্পূর্ণরূপে প্রক্রিয়াজাত যেড়োত্রে অর্ধ-প্রক্রিয়াজাত পণ্য কোম্পানী কর্তৃক বিক্রয় করা হয়, সেড়ে গত্রে উহার বিস্তত্বরিত বিবরণ পৃথকভাবে দিতে হইবে। অত্র অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে যে সকল সামগ্রীর জন্য কোম্পানীর পৃথক ইন্ডাষ্ট্রিয়াল লাইসেন্স রহিয়াছে, সেইগুলিকে এক শ্রেণীর পণ্য হিসাবে গণ্য করা হইবে, কিন্তু যেড়োত্রে কোন কোম্পানীর একই সম্প্রসারণের জন্য একাধিক ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স রহিয়াছে সেড়োত্রে অনুরূপ সকল লাইসেন্সে অন্তর্ভুক্ত সামগ্রী একটি শ্রেণী হিসাবে উল্লিখিত হইবে। লাভভূতির হিসাবে একটি টাকার মাধ্যমে নিম্নলিখিত তথ্যও বিবৃত থাকিবে, যথা নিম্নলিখিতগুলির ড়োত্রে কোম্পানী কর্তৃক সংশিল্পষ্ট অর্থ বৎসরে সআইএফ ভিত্তিতে আমদানীর পরিমাণ (আ) মাল; (আ) উৎপাদন ও অতিরিক্ত যন্ত্রাংশ; (ই) মূলধনী মালামাল। সংশিল্পষ্ট অর্থ বৎসরে রয়্যালটি, প্রযুক্তি কৌশল, পেশাগত পরামর্শ ফি, সুদ এবং অন্যান্য বিষয় বাবদ বৈদেশিক মুদ্রায় খরচ; সংশিল্পষ্ট অর্থ বৎসরে ব্যবহৃত সকল আমদানীকৃত কাচামাল, অতিরিক্ত (spare) যন্ত্রাংশ ও উপকরণের মূল্য, এবং অনুরূপ ব্যবহৃত দেশীয় কাঁচামাল, অতিরিক্ত যন্ত্রাংশ, ও উপকরণের মূল্য এবং সর্বমোট ব্যবহৃত পরিমাণের সহিত প্রত্যেকটির শতকরা হার;